১৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজনীতির কবি’ হিসেবে আখ্যায়িত করা হয় কোন পত্রিকায়?
ক. ওয়াশিংটন পোস্ট
খ. নিউইয়র্ক টাইমস
গ. এশিয়া উইক
ঘ. নিউজ উইক
১৭. ‘প্রাণের সবুজ’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. সবুজ পোশাক খ. মনের আনন্দ
গ. প্রাণের স্বাধীনতা ঘ. ঝরনার নৃত্য
১৮. কবিতায় ব্যবহৃত ‘দিগন্তপ্লাবিত’ শব্দটির ক্ষেত্রে নিচের কোন যুক্তিটি গ্রহণযোগ্য?
ক. যার কোনো সীমা নেই
খ. অসীম জায়গা
গ. আকাশছোঁয়া
ঘ. বিরাট ফসলের মাঠ
১৯. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেমন কবি বলা হয়েছে?
ক. জাতীয় কবি খ. বিদ্রোহী কবি
গ. জনতার কবি ঘ. রাজনীতির কবি
২০. সূর্য সেনের নেতৃত্বে ব্রিটিশবিরোধী সশস্ত্র যুদ্ধ হয় কত সালে?
ক. ১৯২৯ সালে খ. ১৯৩০ সালে
গ. ১৯৩১ সালে ঘ. ১৯৩২ সালে
২১. বঙ্গবন্ধুর নেতৃত্বে পাকিস্তানের সাধারণ নির্বাচনে বাঙালির বিজয় ঘটে কত সালে?
ক. ১৯৭০ সালে খ. ১৯৭১ সালে
গ. ১৯৭২ সালে ঘ. ১৯৭৩ সালে
২২. রেসকোর্স ময়দান কোথায় অবস্থিত?
ক. টঙ্গীতে খ. সাভারে
গ. রমনায় ঘ. মতিঝিলে
সঠিক উত্তর
স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো:
১৬. ঘ ১৭. গ ১৮. ক ১৯. ঘ ২০. খ ২১. ক ২২. গ