করোনা পরিস্থিতি আর বিধানসভা নির্বাচনের কারণে ২০২১ সালের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা পিছিয়ে গেল। আগামী বছরের জুন মাসে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাধ্যমিক পরীক্ষা শেষে উচ্চমাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষাসূচি পরে ঘোষণা করা হবে। গতকাল বুধবার এ কথা জানান পশ্চিমবঙ্গের রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, কোভিডের কারণে শারীরিকভাবে উপস্থিতির মাধ্যমে ক্লাসে পড়া, মানে আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না। পরিস্থিতি পর্যালোচনা করে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশ্বস্ত করেছেন তিনি।
মন্ত্রী আরও জানিয়েছেন, কোভিড আবহে শারীরিকভাবে উপস্থিতির মাধ্যমে পঠনপাঠনের জন্য আপাতত স্কুল খুলবে না। পরিস্থিতি পর্যালোচনা করে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশ্বস্ত করেছেন তিনি।
করোনার কারণে আগেই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের সিলেবাস কমিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক, উচ্চমাধ্যমিকে ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কমানোর সিদ্ধান্ত নেয় রাজ্য।
গত মাসেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, করোনা পরিস্থিতির জেরে এ বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা নেওয়া হবে না। তার ফলে টেস্ট পরীক্ষা ছাড়াই এবার সবাই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় পড়ুয়ারা বসতে পারবেন বলে জানিয়েছেন তিনি। বুধবার প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের নোটিশ জারি করে রাজ্য সরকার। রাজ্যের ১৬ হাজার ৫০০টি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সাধারণত প্রতিবছরের ফেব্রুয়ারির মাঝামাঝি পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়।
আর উচ্চমাধ্যমিক শুরু হয় মার্চের প্রথম সপ্তাহের শেষের দিকে। সাধারণত অনেক আগেই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ার কথা জানায় শিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কিন্তু করোনার কারণে পরীক্ষা পিছিয়ে যায়। পরিবর্তিত পরিস্থিতিতে এবার আর ২০২১ সালের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের সূচি এখনো ঘোষণা করেনি সংশ্লিষ্ট বোর্ডগুলো।
পরীক্ষা কবে হবে, তা নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা চিন্তিত ছিলেন। রাজ্য শিক্ষামন্ত্রীর ঘোষণার শিক্ষার্থীরা আশ্বস্ত হলো পরীক্ষা হচ্ছে। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস