অধ্যায় ৩
২২. অরবিটালের শক্তির ক্রমের ক্ষেত্রে—
i. 2s<2p<4s ii. 3p<4s<3d
iii. 3p>4d>5s
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকের আলোকে ২৩ থেকে ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
30X মৌলটির ১টি পরমাণুর ভর 4.98X10-23gm.
২৩. 30X মৌলটির প্রতীক নিচের কোনটি?
ক. Cu খ. Zn
গ. Ag ঘ. Hg
২৪. মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর কত?
ক. 3.27×10-3 খ. 1.66×10-2
গ. 10.6 ঘ. 30
২৫. তেজস্ক্রিয় আইসোটোপ থেকে নিচের কোন রশ্মি বিকিরিত হয় না?
ক. আলফা রশ্মি খ. গামা রশ্মি
গ. রঞ্জন রশ্মি ঘ. বিটা রশ্মি
অধ্যায় ৪
১. আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কী?
ক. পারমাণবিক সংখ্যা
খ. পারমাণবিক ভর
গ. আপেক্ষিক পারমাণবিক ভর
ঘ. ইলেকট্রন বিন্যাস
২. আধুনিক পর্যায় সারণী কতটি মৌল নিয়ে গঠিত?
ক. 98 খ. 112
গ. 114 ঘ. 118
সঠিক উত্তর
অধ্যায় ৩: ২২. ক ২৩. খ ২৪. ঘ ২৫. গ
অধ্যায় ৪: ১. ঘ ২. ঘ