বাংলাদেশের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাকে শক্তিশালী করার জন্য ৯ নভেম্বর ইউএসএআইডি হায়ার সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট (এইচএসইপি) আনুষ্ঠানিকভাবে (পাইলট ফেজ)-এর জন্য রিসোর্স ট্রেইনি প্রশিক্ষণের উদ্বোধনী হয়েছে। উদ্বোধনী প্রশিক্ষণ কর্মসূচিটি বগুড়ার একটি হোটেলে সশরীর এবং কুমিল্লার বার্ড ও খুলনার সিটিইন-এ ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। এ পাইলট ট্রেনিং ফেজের মাধ্যমে তিনটি ভেন্যুতে প্রায় ৫০০ শিক্ষক, অধ্যক্ষ বা উপাধ্যক্ষ ও সরকারি কর্মকর্তা প্রশিক্ষণ পাবেন। এ প্রোগ্রামটি অনলাইন ফলোআপের মাধ্যমে উল্লেখযোগ্যভাবে ক্লাসরুমে শিক্ষাদানের অনুশীলন, প্রাতিষ্ঠানিক নেতৃত্বের উন্নয়ন ও শিক্ষার ডিজিটাল রূপান্তরের বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছে।
আগামী ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে এ পাইলট ট্রেনিংয়ের লক্ষ্য ১২ হাজার প্রশিক্ষণার্থীদের কাছে পৌঁছানো। ২০২৮ সালের আগস্টে প্রকল্পের সমাপ্তির মাধ্যমে প্রায় ৬০ হাজার প্রশিক্ষণার্থীদের কাছে পৌঁছানো, যা বাংলাদেশের উচ্চমাধ্যমিক শিক্ষা খাতকে শক্তিশালী করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়ের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক এ বি এম রেজাউল করিম।
ইউএসএআইডির অংশীদারত্ব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এ প্রকল্পের নেতৃত্ব বাস্তবায়িত হচ্ছে। উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের পেশাগত উন্নয়নের সুযোগ দেওয়ার মাধ্যমে দেশব্যাপী একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাই এ প্রোগ্রামের লক্ষ্য। তাদের প্রয়োজনীয় ট্রেনিং, নেতৃত্ব ও পরিচালনার দক্ষতা বৃদ্ধির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। উপরন্তু প্রজেক্টটি শিক্ষাব্যবস্থার সিস্টেম-ওয়াইড ডিজিটাইজেশনকে অগ্রাধিকার দেয়, যাতে অনুশীলনগুলোকে স্ট্রিমলাইন ও আধুনিকীকরণ করা যায়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নেতৃত্বে কেমোনিকস ইন্টারন্যাশনাল, ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি ও ১০ মিনিট স্কুলের যৌথ উদ্যোগে বাংলাদেশে এইচএসইপি কার্যক্রম বাস্তবায়ন করছে। বিজ্ঞপ্তি