দাখিল পরীক্ষার ফল প্রকাশের পর তামিরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থীদের উচ্ছ্বাস। টঙ্গী, ১২ মে
দাখিল পরীক্ষার ফল প্রকাশের পর তামিরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থীদের উচ্ছ্বাস। টঙ্গী, ১২ মে

দাখিলে বেড়েছে জিপিএ-৫

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় এবার গড় পাসের হার ৭৯ দশমিক ৬৬। গতবার পাসের হার ছিল ৭৪ দশমিক ৭ শতাংশ।
আজ রোববার দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। একই সঙ্গে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

রোববার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তার আগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফলাফল প্রকাশ করা হয়।

এবার দাখিলে মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৮৪ হাজারের বেশি। তাদের মধ্যে পাস করেছে ২ লাখ ২৬ হাজারের বেশি। এ বছর মোট ১৪ হাজার ২০৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ৭ হাজার ৪৬৭ জন ছাত্রী আর ৬ হাজার ৭৩৯ জন ছাত্র। গত বছর দাখিলে জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ২১৩ জন।