আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের অংশ হিসেবে স্কলাসটিকার উত্তরা সিনিয়র শাখায় চলছে বইমেলা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের অংশ হিসেবে স্কলাসটিকার উত্তরা সিনিয়র শাখায় চলছে বইমেলা

স্কলাস্টিকা উত্তরার বইমেলায় প্রথমা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের অংশ হিসেবে ইংরেজি মাধ্যম স্কুল স্কলাস্টিকার উত্তরা সিনিয়র শাখায় তিন দিনের বইমেলার আজ বুধবার শেষ দিন।

স্কুলের রেড কোর্ট প্রাঙ্গণে গত সোমবার শুরু হয় বইমেলা। স্কুলের শাখাপ্রধান ফারাহ্‌ সোফিয়া আহমেদ, হেড অব একাডেমিক অ্যাফেয়ার্স সাবিনা মুস্তফাসহ একাডেমিক সুপারভাইজারদের উপস্থিতিতে মেলার উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ ফারাহ্‌ সোফিয়া আহমেদ বলেন, শিক্ষার্থীদের বইয়ের প্রতি মনোযোগী করা, বই পড়ায় উৎসাহী করে তোলা ও সাহিত্য-সাংস্কৃতিক চেতনায় সমৃদ্ধ করে মননশীল ভবিষ্যৎ গড়ে তোলার উদ্দেশ্যে প্রতিবছরের মতো এ বছরও মেলা আয়োজন করা হয়েছে।

দেশি-বিদেশি ভাষার বিভিন্ন বই নিয়ে মেলায় রয়েছে প্রথমা প্রকাশনের স্টল। এ ছাড়া ইগনাইট, পিবিএস, বইবিচিত্রা ও আনন্দ পাবলিকেশনসের স্টল রয়েছে মেলায়।

স্কলাস্টিকা দেশের প্রথম সারির ইংরেজি মাধ্যম স্কুল। স্কুলটির নিয়মিত শিক্ষার্থীদের খেলাধুলা, নাটক, সংগীত, আর্টসহ বিভিন্ন রকম সৃজনশীল কাজে উৎসাহিত করে। স্কলাস্টিকা সিনিয়র শাখা উত্তরার গ্রন্থাগারে বাংলা, ইংরেজিসহ বিভিন্ন ভাষার বইয়ের এক বিশাল সংগ্রহ রয়েছে।

দেশি-বিদেশি ভাষার বিভিন্ন বই নিয়ে মেলায় রয়েছে প্রথমা প্রকাশনের স্টল

এ বছর স্কলাস্টিকা উত্তরায় প্রথমবার অংশগ্রহণ করেছে প্রথমা। নিয়মিত স্কুলের বাচ্চাদের সাহিত্য–সংস্কৃতিচর্চায় উৎসাহিত করায় স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে প্রথমা। আরও জানিয়েছে, বছরে একাধিকবার শিক্ষক-শিক্ষার্থী ও বাবা-মায়েদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করে এমন বইমেলা বা বুক উইক করা দরকার।