টেকসই ফ্যাশন ডিজাইন করা পোশাকে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা‍র্থীরা।
টেকসই ফ্যাশন ডিজাইন করা পোশাকে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা‍র্থীরা।

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে টেকসই ফ্যাশন প্রদ‍‍র্শনী

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন বিভাগের শিক্ষার্থীদের ডিজাইন করা পোশাক নিয়ে অনুষ্ঠিত হয়েছে টেকসই ফ্যাশন প্রদর্শনী। টেকসই ফ্যাশন বর্তমানে ফ্যাশনজগতে সবচেয়ে আলোচিত বিষয়। পরিবেশগত কুপ্রভাব হ্রাস করা থেকে শুরু করে সম্পদের সংরক্ষণ, দূষণ হ্রাস, জলবায়ু পরিবর্তন প্রশমিত করা, জীববৈচিত্র্য সংরক্ষণসহ বৃত্তাকার অর্থনীতির প্রসারে টেকসই ফ্যাশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ৮ মে প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীর তত্ত্বাবধায়ক রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন বিভাগের প্রভাষক অভিজিত পাল বলেন, পরিবেশগত কারণে বিশ্বজুড়েই বর্তমানে টেকসই ফ্যাশনকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশ্বের অন্যতম বৃহৎ পোশাকশিল্পের দেশ হিসেবে বাংলাদেশেও এর চল শুরু হয়েছে। রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন বিভাগের শিক্ষাক্রমে টেকসই ফ্যাশন–সংক্রান্ত কোর্স থাকায় এর মাধ্যমে শিক্ষার্থীরাও এ ধারা সম্পর্কে আগ্রহী হয়ে উঠবেন এবং ভবিষ্যতে এই শিল্পে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।

টেকসই ফ্যাশন প্রদর্শনী

প্রদর্শনীর টেকসই ফ্যাশনের পোশাক এবং ফ্যাশন অ্যাকসেসরিজের ডিজাইন করেছে বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী তানছির জামান, অন্তিক রাকিব, বর্ষা রয়, ঐন্দ্রিলা ভট্যাচার্য্য, সুমি আক্তার, ফাল্গুনী চক্রবর্তী ও মনিফা মোস্তাফিজ।
ছবি ক্যাপশন: টেকসই ফ্যাশন ডিজাইন করা পোশাকে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা‍র্থীরা।