প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট ইমেরিটাস ড. এ মজিদ খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এক স্মরণসভার আয়োজন করেছিল গত মঙ্গলবার (৫ মার্চ)। বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে ড. এ মজিদ খানকে নিয়ে স্মৃতিচারণা করেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রাস্টি বোর্ডের সদস্যরা, উপাচার্য ও সহ-উপাচার্য, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
২০২৩ সালের ২৬ এপ্রিল ৯৪ বছর বয়সে ঢাকায় মারা যান এ মজিদ খান। আইইউবি মিউজিক ক্লাবের পরিবেশনায় জাতীয় সংগীত ও আইইউবি সংগীত ‘আলমা ম্যাটার’-এর মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এ ছাড়া অনুষ্ঠানে এ মজিদ খানে সম্পাদিত ‘অ্যান ইন্ট্রোডাকটোরি রিডার: বাংলাদেশ ন্যাশনাল কালচার অ্যান্ড হেরিটেজ’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
ড. এ মজিদ খানের স্মৃতির উদ্দেশে এক মিনিট নীরবতা পালন করেন। মূল অনুষ্ঠান শুরুর আগে আইইউবির ডিএমকে ভবনের নিচতলায় খানের স্মৃতির উদ্দেশে নির্মিত প্রতিকৃতি উন্মোচন করেন আইইউবির ট্রাস্টিরা। আয়োজক কমিটির পক্ষ থেকে ড. এ মজিদ খানের স্মৃতির প্রতি নিবেদিত একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এই বইয়ে আইইউবির ট্রাস্টি, সাবেক ও বর্তমান শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং কয়েক বিশিষ্ট ব্যক্তির স্মৃতিচারণা স্থান পেয়েছে। বিজ্ঞপ্তি