১ জুলাই বিকেল থেকে শুরু হয়েছে ‘ব্রাশস্ট্রোকস অব ফ্রেন্ডশিপ’ শীর্ষক দলীয় চিত্রকর্ম প্রদর্শনী। রাজধানীর লালমাটিয়ায় আর্ট বাংলা গ্যালারিতে সপ্তাহব্যাপী এ আয়োজনে ২৫ শিল্পীর মোট ৫১টি শিল্পকর্ম স্থান পায়। বেসরকারি শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়য়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক শিল্পী শেখ আফজাল হোসেন ও অধ্যাপক শিশির কুমার ভট্টাচার্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন।
আর্ট বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শিল্পী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধনের পর উপস্থিত শিল্পী ও অতিথিরা প্রদর্শনী ঘুরে শিল্পকর্মের ওপর বিশদ আলোচনা করেন। শিল্পী নীলয় আই এইচের কিউরেটিংয়ে আয়োজিত এ প্রদর্শনী ৭ জুলাই বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি