রাজধানীতে জাপানিজ শিক্ষাপদ্ধতি ‘কুমন’-এর আরও চারটি কেন্দ্র চালু হচ্ছে। কেন্দ্রগুলো বনানী, ধানমন্ডি, যাত্রাবাড়ী ও খিলগাঁওয়ে চালু হবে। সম্প্রতি চারটি কেন্দ্র স্থাপনে ফ্র্যাঞ্চাইজি চুক্তি স্বাক্ষরিত হয়।
কুমন একটি জাপানিজ শিক্ষাপদ্ধতি, এর মূল লক্ষ্য শিশুদের পূর্ণ সম্ভাবনাকে বিকশিত করা। কুমন মেথড প্রি-স্কুল থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত গণিত ও ইংরেজির প্রধান বিষয়গুলোয় জোর দেয়। পাশাপাশি একবিংশ শতাব্দীর গুরুত্বপূর্ণ দক্ষতা যেমন ক্রিটিক্যাল থিংকিং, ইমোশনাল ইন্টেলিজেন্স ও প্রবলেম সলভিংয়ের মতো বিষয়গুলো নিয়েও কাজ করে জাপানি এই ‘সেলফ লার্নিং মেথড’। এ চারটিসহ ঢাকায় কুমনের মোট শাখা দাঁড়াল ১৪টি।
৬৫ বছরের বেশি সময় ধরে কুমন শিক্ষাপদ্ধতিতে জাপানে শিক্ষাদান চলছে। বর্তমানে বিশ্বের ৬২টি দেশে ৩ থেকে ১৬ বছর বয়সীদের কুমন পদ্ধতিতে শিক্ষাদান চলছে। বিজ্ঞপ্তি