ব্র্যাক বিজনেস স্কুল

ইন্টারন্যাশনাল কেস কনফারেন্স অন বিজনেস ম্যানেজমেন্ট অনুষ্ঠিত

আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
ছবি: ব্র্যাক বিজনেস স্কুল

ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক বিজনেস স্কুলের আয়োজনে ২৭ জুলাই অনুষ্ঠিত হয়েছে প্রথম ইন্টারন্যাশনাল কেস কনফারেন্স অন বিজনেস ম্যানেজমেন্ট (আইসিসিবিএম) ২০২৩। ‘এন্টারপ্রাইজ, প্র্যাকটিস অ্যান্ড লিডারশিপ ইন ইমার্জিং ইকোনমিকস’ প্রতিপাদ্যে দিনব্যাপী অনুষ্ঠিত কনফারেন্সটি ব্র্যাক ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে আন্তর্জাতিক এই কনফারেন্সের উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মাহবুব রহমান। কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ব্র্যাক বিজনেস স্কুলের ভারপ্রাপ্ত ডিন ড. মোহাম্মদ মুজিবুল হক।

দিনব্যাপী এই কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ইমরান রহমান, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোমিনুল ইসলাম, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের হেড অব ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড অর্গানাইজেশনাল রিস্ক ম্যানেজমেন্ট প্রধান আনিকা মফিজ এবং ব্র্যাক বিজনেস স্কুলের অধ্যাপক, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ।

বিজনেস এবং ম্যানেজমেন্টের ওপর জাতীয় ও আন্তর্জাতিক টিচিং কেস স্টাডিজসমূহ প্রদর্শন করাই ছিল আইসিসিবিএম ২০২৩-এর উদ্দেশ্য। গ্র্যাজুয়েট ও পেশাজীবীদের সক্ষম করে তোলা এবং স্থানীয় ব্যবসায়িক প্রেক্ষাপট সম্পর্কে তাদের জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কেসগুলোকে শিক্ষা উপকরণ হিসেবে তৈরি করা হয়েছে। শেখার এবং সহযোগিতার সংস্কৃতি গড়ে তুলতে বিশিষ্ট শিক্ষাবিদ, ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞ, আন্তর্জাতিক প্রকাশক এবং বেসরকারি খাতের নেতৃবৃন্দ এই কনফারেন্সে যোগ দেন।

কঠোর এবং যথাযথ পর্যালোচনা প্রক্রিয়ার মাধ্যমে ৫৮টি কেস এই কনফারেন্সের জন্য নির্বাচিত করা হয়, যার বেশির ভাগই স্থানীয় ব্যবসার বাস্তব ঘটনাবলির ওপর রচিত। এর মধ্যে দৃষ্টান্ত স্থাপনকারী দুটি কেসের একটিতে ব্র্যাক এবং ব্র্যাক ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলোর ওপর আলোকপাত করা হয়েছে এবং অন্যটিতে অবকাঠামো ও সেবাসমূহের উল্লেখযোগ্য পরিবর্তনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের নেতৃত্বের ভূমিকা তুলে ধরা হয়।

ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ মাহফুজুল আজিজ বলেন, ‘আইসিসিবিএমের প্রথম এই কনফারেন্স ব্র্যাক ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের স্মৃতির প্রতি উৎসর্গ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। স্যার আবেদ দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে শিক্ষা হলো মানুষের জীবনে উন্নতি এবং টেকসই পরিবর্তন আনার অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার।’
ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ তাঁর বক্তব্যে ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার সহযোগিতার ক্ষেত্রে এই কনফারেন্সকে অত্যন্ত একটি কার্যকর পদক্ষেপ বলে উল্লেখ করেন।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘ব্যবসায়ী নেতৃবৃন্দকে যেহেতু সমস্যা সমাধানকারী হতে হবে, তাই বিজনেস স্কুলসমূহে ব্র্যাক ইউনিভার্সিটির কেস স্টাডিভিত্তিক শিক্ষা প্রসারে এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। কেস স্টাডিজ শিক্ষক এবং শিক্ষার্থীদের গবেষণাকাজে উৎসাহিত করার জন্য একটি চমৎকার উপায়।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বিজনেস গ্র্যাজুয়েটদের আগামীর নেতা হিসেবে উল্লেখ করেন এবং প্রতিবন্ধকতাগুলোকে সমস্যা নয় বরং চ্যালেঞ্জ হিসেবে মোকাবিলা করার আহ্বান জানান।

কনফারেন্সের পৃষ্ঠপোষক হিসেবে ছিল ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং সহ-পৃষ্ঠপোষকতায় ছিল আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড। এ ছাড়া এই কনফারেন্স আয়োজনে সহায়তা করেছে ইস্পাহানি লিমিটেড, স্যাভয় আইসক্রিম ফ্যাক্টরি লিমিটেড, পারফেট্টি ভ্যান মেলে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড, নেস্‌লে বাংলাদেশ লিমিটেড এবং ব্র্যাক ইউনিভার্সিটি বিজনেস ক্লাব (বিজ বি)।