স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এসইউবি) দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উৎসব
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এসইউবি) দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উৎসব

স্টেট ইউনিভার্সিটিতে দ্বিতীয় আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উৎসব

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এসইউবি) দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উৎসব। ‘আরটি ডক: দ্য টাইম অব আওয়ার হিরোস’ শীর্ষক উৎসবে রাশিয়ান হাউস ইন ঢাকা এবং আরটি ডকুমেন্টারি টিভি চ্যানেলের সহযোগিতায় আয়োজিত গত বুধবারের এ উৎসবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যোগাযোগ ও মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মো. শামসুল ইসলাম উদ্বোধনী বক্তব্য দেন। রাশিয়ান হাউস ইন ঢাকার পরিচালক পাভেল দভয়চেনকভ এবং আরটি ডকুমেন্টারি রাশিয়ার ডেপুটি চিফ এডিটর ও মাস্টার ক্লাস ট্রেইনার মিস একাতেরিনা ভবনয়া শুভেচ্ছা বক্তব্য দেন।

প্রামাণ্যচিত্র উৎসবে যেসব সিনেমা দেখানো হয়, সেগুলো হলো ‘দনবাস: ইয়েস্টারডে, টুডে, টুমরো’, ‘ইয়াং গার্ড ২.০’ ও ‘সেন্ট বেসিলস ক্যাথেড্রাল’। উৎসবের প্রধান আকর্ষণ ছিল শুবনয়ার পরিচালনায় ডকুমেন্টারি প্রোডাকশন বিষয়ে মাস্টার ক্লাস। শিক্ষার্থীরা এই ক্লাসে ডকুমেন্টারি নির্মাণের কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। মাস্টার ক্লাসে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ দেওয়া হয়।

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এসইউবি) ‘আরটি ডক: দ্য টাইম অব আওয়ার হিরোস’ শীর্ষক উৎসবে রাশিয়ান হাউস ইন ঢাকা এবং আরটি ডকুমেন্টারি টিভি চ্যানেলের সহযোগিতায় আয়োজিত হয়েছে আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উৎসব

রাশিয়ান হাউস ইন ঢাকা ভবিষ্যতে দুই দেশের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ সৃষ্টি করতে প্রতিশ্রুতিবদ্ধ। যোগাযোগ ও মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা আরটি ডকুমেন্টারিতে তাঁদের নির্মিত চলচ্চিত্র বা ডকুমেন্টারি জমা দিয়ে রাশিয়ায় অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসবে রাশিয়ান সরকারের ব্যয়ে অংশগ্রহণ করতে পারবেন।