শিক্ষার্থীরাই আগামীর সম্পদ। তাঁরা পড়াশোনার পাশাপাশি যদি নৈতিক শিক্ষায় শিক্ষিত হয় তাহলে দেশ থেকে নানা অনাচার, দুর্নীতি ও অপসংস্কৃতি দূর করা সম্ভব হবে। তাই শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সম্প্রতি এথিকস ক্লাবের কার্যালয় পরিদর্শনে আসলে এসব কথা বলেন বিশিষ্টজনেরা।
ঢাকার তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা এথিকস ক্লাব বাংলাদেশ সোসাইটির কার্যালয় পরিদর্শনে এসেছিলেন। ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত ভিশন ২০২১ টাওয়ারের সফটওয়্যার টেকনোলজি পার্কে সেদিন নবীন প্রাণের উচ্ছ্বাস ও কলকাকলিতে মুখর হয়ে উঠেছিল। সবার সঙ্গে অংশগ্রহণ করেছিলেন তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুননাহার এবং তার নেতৃত্বে এসেছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষকসহ দু‘জন সহকারী শিক্ষক ও কয়েকজন অভিভাবক।
ভিশন ২০২১ টাওয়ারের আই সি টি বিভাগের সভাকক্ষে আয়োজিত মত বিনিময় সভায় সবার প্রাণময় উপস্থিতিতে এথিকস ক্লাব বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা এম ই চৌধুরী শামীম এথিকস ক্লাব প্রতিষ্ঠার প্রেক্ষিত তুলে ধরে আগামীর বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের মধ্যে নৈতিক শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য ক্লাব সদস্যসহ সবাইকে আহ্বান জানান।