রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সায়েন্স ক্লাবের আয়োজনে ‘অমর একুশে গ্রন্থ কুটির-২০২৪’ চার দিনব্যাপী বইমেলা শেষ হলো। মেলার শেষ দিন গতকাল বুধবার (২১ ফেব্রুয়ারি) হওয়ায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় এবারের বইমেলায়। সায়েন্স ক্লাবের আয়োজনে এবারের বইমেলায় ২০টি স্টলে প্রায় ৩০ হাজার বই স্থান পেয়েছিল। প্রতিটি স্টলে শিক্ষার্থী-শিক্ষকেরা তাঁদের পছন্দের বই কিনতে ভিড় করেছিলেন এবারের বইমেলায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা তাঁদের পরিবার এবং ক্যাম্পাসের বাইরে থেকেও অনেক বইপ্রেমী মানুষ এবারের বইমেলায় অংশ নিয়েছিলেন। আয়োজকদের মতে, মেলার শেষ দিনে গত তিন দিনের তুলনায় দর্শনার্থীদের ভিড় অনেকটাই বেশি ছিল।
বাংলা উপন্যাস, বাংলা কবিতা, সায়েন্স ফিকশন, থ্রিলার ও অ্যাডভেঞ্চার, ইসলামি বই, কমিকস, শিশুতোষ ও কিশোরসমগ্র, অলিম্পিয়াডের বই, মজার বই, বিজ্ঞানের ম্যাগাজিন, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের বই, রাজনৈতিক বই, ইতিহাসের বই, বিদেশি খ্যাতিমান সাহিত্যিকদের বই, শিশুদের জন্য বিজ্ঞান বাক্স, জ্ঞান বাক্স, পাজল ইত্যাদি। সেই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ রাজশাহী অঞ্চলের স্বনামধন্য শিক্ষক, শিক্ষার্থী ও লেখক-লেখিকাদের লিখিত বই নিয়েও একটি বিশেষ স্টল ছিল এবারের মেলায়।
এবারের মেলায় প্রথমা প্রকাশন, সমকালীন প্রকাশনী, গার্ডিয়ান প্রকাশনী, জ্ঞানকোষ প্রকাশনী, সূর্যোদয় প্রকাশনী, পারিজাত প্রকাশনীসহ প্রায় ২০টি প্রকাশনী ছিল। ২১ তারিখ সকালে অধ্যাপক ডা. তানজিমা ইয়াসমিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী বইপিপাসু ও বাচ্চাদের মধ্যে বইয়ের স্পৃহা ছড়িয়ে দিতে তাঁরা যে আয়োজন করেছেন, সেটি আসলেই মহৎ কাজ। এ প্রযুক্তির যুগে বইবিমুখ মানুষকে বিজ্ঞান ও সাহিত্যের প্রতি আগ্রহী করে তুলতে রাবি সায়েন্স ক্লাবের এমন উদ্যোগ প্রশংসার দাবিদার।’
ক্লাবের সাধারণ সম্পাদক শেখ সৈকত বলেন, ‘বই পড়ার কোনো বিকল্প নেই। তাই তো বর্তমান স্মার্টফোনের যুগে মানুষকে বই পড়তে আগ্রহী করে তুলতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব এবার পঞ্চমবারের সফলভাবে শেষ করেছে “অমর একুশে গ্রন্থ কুটির-২০২৪”। আমরা এই বইমেলায় পাঠক ও লেখকের অনেক সাড়া পেয়ে থাকি। এ বছর প্রায় ১২ লাখ টাকার বিক্রি করা হয়।’
সায়েন্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. সায়েম আলম বলেন, আজ মেলার শেষ দিন হওয়ায় মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শিক্ষার্থীরা মেলায় চলে আসছেন। ফলে আমাদের স্টলগুলো দর্শনার্থীদের দ্বারা কানায় কানায় পরিপূর্ণ ছিল। ২১ ফেব্রুয়ারি রাত ১১টায় শেষ হয় ‘অমর একুশে গ্রন্থ কুটির ২০২৪’।
এই আয়োজনের সঙ্গে অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে ছিল প্রথম আলো।