বেসরকারি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে স্নাতকে ভর্তিতে ফির ওপর বিশেষ ছাড়ে ভর্তি মেলা শুরু হয়েছে। রাজধানীর প্রগতি সরণিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবনে আজ সোমবার (১৫ জানুয়ারি) এ মেলা শুরু হয়ে চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে এই বৃত্তি প্রদান করা হবে।
স্নাতক প্রোগ্রামে ভর্তির সুযোগ থাকছে শিপিং ও মেরিটাইম সায়েন্স, সিএসই, ইইই, বিবিএ, ইংলিশ, এলএলবি, মিডিয়া কমিউনিকেশন ও জার্নালিজম বিভাগে। স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি চলছে এমবিএ, ইএমবিএ (রেগুলার ও এক্সিকিউটিভ) এবং মেরিটাইম ট্রান্সপোর্টেশন ও লজিস্টিকস বিভাগে। বিজ্ঞপ্তি