বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে আন্তবিভাগীয় বিজনেস কেস প্রতিযোগিতা ‘ফিউচার উইভ-Future Weave’। চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের টিম স্মল কাউন্সিল এবং রানার আপ হয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের টিম ভিভারে।
বুটেক্স বিজনেস ক্লাবের আয়োজনে প্রতিযোগিতাটির অনলাইন পর্বে মোট ১০ বিভাগ হতে ৮০টি দল অংশগ্রহণ করে। যেখানে প্রতিটি দলে ছিল তিন-চারজন শিক্ষার্থী। সেখান থেকে ২৬টি দলকে বাছাই করা হয় দ্বিতীয় পর্বের জন্য। তারা সর্বোচ্চ ২ মিনিট পরিসরে ভিডিও কন্টেন্ট বা ওভিসি তৈরি করে এই পর্বের জন্য। ভিডিও কন্টেন্টের মানের ওপর ভিত্তি করে চূড়ান্ত পর্বের জন্য পাঁচটি টিমকে বাছাই করা হয়।
এবারের প্রতিযোগিতায় প্রথম পর্বে প্রতিযোগী দলগুলো অনলাইন কেস প্রেজেন্টেশন জমা দেয়। বিজয়ীরা দ্বিতীয় পর্বে যে ভিডিও কন্টেন্ট তৈরি করে, তার বিষয় ছিলো টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য স্বতন্ত্র বিসিএস ক্যাডারের প্রয়োজনীয়তা। দ্বিতীয় পর্বের বিজয়ী দলগুলো চূড়ান্ত পর্বে অফলাইনে কেস কম্পিটিশনের মধ্যমে বিজয়ী দল নির্বাচন করা হয়।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ডাইসিন গ্রুপের মার্কেটিংয়ের জেনারেল ম্যানেজার আবদুল্লাহ আল মাহমুদ, টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের চিফ অপারেটিং অফিসার ইউসুফ আবু আব্দুল্লাহ ও বেক্সিমকো অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল ডিভিশনের মার্কেটিং-মার্চেন্ডাইজিংয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. ইশতিয়াক আলম জর্জ।
আন্তবিভাগীয় বিজনেস কেস প্রতিযোগিতা এবারই প্রথম আয়োজন করে বুটেক্স বিজনেস ক্লাব। তা ছাড়া বিভিন্ন সময় আন্তবিশ্ববিদ্যালয় বিজনেস কেস প্রতিযোগিতা টেক্সপ্রেস ও টেক্সবিজ আয়োজন করে থাকে এ ক্লাবটি।