বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর তড়িৎ প্রকৌশল বিভাগের আয়োজনে ‘বাইউস্ট ইইই ডে-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর তড়িৎ প্রকৌশল বিভাগের আয়োজনে ‘বাইউস্ট ইইই ডে-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে

বাইউস্ট ইইই ডে-২০২৩ অনুষ্ঠিত

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর তড়িৎ প্রকৌশল বিভাগের আয়োজনে ‘Let's Ignite Innovation Together’ শীর্ষক ‘বাইউস্ট ইইই ডে-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে।

দুই দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের প্রথম দিনে গত শুক্রবার সকাল ১০টায় সেন্ট্রাল অডিটরিয়ামের সামনেই লাল ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে নেতৃত্ব দেন বাইউস্টের ভারপ্রাপ্ত উপাচার্য কর্নেল অধ্যাপক মো. মোশাররফ হোসেন (অব.)। এতে বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের প্রধানসহ বিভিন্ন বিভাগের প্রধানেরা উপস্থিত ছিলেন। বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরাও ওই উদ্বোধনী অনুষ্ঠানের প্রাণকেন্দ্র হয়েছিলেন।

তড়িৎ প্রকৌশল বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মো. কামরুজ্জামান বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ নির্মাণে দক্ষ ও বিশ্বমানের প্রকৌশলী প্রস্তুত করতে বর্তমান প্রশাসন সচেষ্ট রয়েছে। আমাদের ইইই বিভাগে রয়েছে ডিজিটাল ক্লাসরুম ও অত্যাধুনিক ল্যাব, যা দক্ষ প্রকৌশলী তৈরিতে সবচেয়ে বেশি সহায়ক। দেশের বড় বড় প্রকল্প বাস্তবায়নে আমাদের প্রকৌশলীরা কাজ করে যাচ্ছেন। এতে সুনাম বাড়ছে। সরকারের ভিশন ২০৪১ বাস্তবায়নের জন্য আমাদের আরও ভালো ভালো কাজ করে দেখাতে হবে।’

সকাল সাড়ে ১০টায় আটটি প্রতিযোগিতা রোবো রান, রোবো সকার, লাইন ফলোয়ার রোবট, ই-ফুটবল, প্রজেক্ট শো-কেজিং, আইডিয়া কন্টেস্ট ও স্কেভেঞ্জার হান্ট শুরু হয়। ওই প্রতিযোগিতা বিকেল সাড়ে চারটা পর্যন্ত ক্রমানুসারে চলতে থাকে।

দুই দিনব্যাপী ইইই ডের অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনে প্রজেক্ট শো-কেজিংসহ বিভিন্ন সেগমেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় এবং বিকেলে পুরস্কার বিতরণী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য সাইফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. মোশাররফ হোসেন। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন কর্নেল মো. বদরুল এহসান (অব.), অধ্যাপক কে আহমেদ আলম, তড়িৎ ও কম্পিউটার কৌশল বিভাগের গোলাম মোক্তাদের নাঈম এবং বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান এবং মো. নিয়াজ মুর্শেদ হক (সহকারী অধ্যাপক), নাহিদুল আলম, জাহিদ হাসান, সামি আজাদ, মুজতাহিদ আল নাসেরসহ আরও শিক্ষকেরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. কামরুজ্জামান।

১১তম ব্যাচের শিক্ষার্থী তাহিয়া মাহমুদ ও মো. নাহিদ শামস তূর্যর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অতিথিসহ পৃষ্ঠপোষকেরা। এবারের ইইই ডে-২০২৩-এর আহ্বায়ক ছিলেন ইইই বিভাগের সহকারী অধ্যাপক মো. আশরাফুল ইসলাম।
এবারের ইইই ডেতে টাইটেল স্পনসর ব্রাকনেট লিমিটেড। এ ছাড়া গোল্ড লেভেলের স্পনসর হিসেবে ছিল ইলেক্ট্রম্যাক ও অটোমেশন লিমিটেড, সায়েদ আলি বিল্ডার্স ইঞ্জিনিয়ার লিমিটেড, ফাইন্ড টাওয়ার বিল্ডার্স, সিলভার স্পনসর ছিল ক্যাফে রেইন ড্রপ, এসএএস, ফ্রন টেক, ট্রাস্ট ব্যাংক, স্বর্ণ কুটির। এ ছাড়া মিডিয়া পার্টনার ছিল বাংলাভিশন, আর অ্যাসোসিয়েট পার্টনার ছিল প্রথম আলো। বিজ্ঞপ্তি