পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে জ্যাবসের নির্বাহী কমিটির সদস্যরা
পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে জ্যাবসের নির্বাহী কমিটির সদস্যরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএর প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলন অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) অ্যালামনাই অ্যাসোসিয়েশন-জ্যাবস সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘জ্যাবস অ্যালামনাই নাইট–২০২৩’ শিরোনামে প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলন উদ্‌যাপন করে। গত শনিবার এ আয়োজনে দেশি–বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত এবং উদ্যোক্তাসহ আড়াই শতাধিক প্রাক্তন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।

জ্যাবসের প্রেসিডেন্ট মোহাম্মদ মোস্তাফিজুর রশিদ ভূঁইয়ার সভাপতিত্বে পরিচালিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া লিমিটেডের চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী। নিজ নিজ পেশায় সফলতা অর্জনের জন্য ১০ অ্যালামনাইকে ‘জ্যাবস শাইনিং স্টার’, একজনকে ‘জ্যাবস পোল স্টার’ এবং একজনকে ‘জ্যাবস রকস্টার’ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্য আয়োজনের মধ্যে ছিল ব্যান্ড দল মাইলসের মনকাড়া কনসার্ট ও আকর্ষণীয় র‍্যাফল ড্র। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ব্যাংক এশিয়া, সঙ্গে ছিল দারাজ। অনুষ্ঠানের ইভেন্ট পার্টনার জুন ফাইভ কমিউনিকেশনস। বিজ্ঞপ্তি