মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক মোহাম্মদ আবদুর রব। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ছিলেন। গত সোমবার (১৯ আগস্ট) তিনি উপাচার্য (ভারপ্রাপ্ত) হিসেবে যোগ দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
গত সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের কর্ডোভা হলে অনুষ্ঠিত বোর্ড অব ট্রাস্টিজের সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক মোহাম্মদ আবদুর রবকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব প্রদান করা হয়।
উপাচার্য হিসেবে দয়িত্ব নেওয়ার পর এক শুভেচ্ছা বক্তৃতায় অধ্যাপক মোহাম্মদ আবদুর রব ‘আ সেন্টার অব একাডেমিক অ্যান্ড মোরাল এক্সিলেন্স’ গড়ার যে স্বপ্ন নিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যাত্রা শুরু করেছিল, তা বাস্তবায়নে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই মেধাবী ছাত্র শহীদ মো. শাকিল হোসেন ও মো. আহনাফ আবির আশরাফুল্লাহসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে যেসব শিশু, কিশোর, ছাত্রসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ শাহাদাতবরণ করেছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
অধ্যাপক মোহাম্মদ আবদুর রব এর আগে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ও পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বিজ্ঞপ্তি