জীববিজ্ঞানে মৌলিক গবেষণায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ বিজ্ঞান একাডেমির স্বর্ণপদকের জন্য নির্বাচিত হয়েছেন মো. নূরে আলম সিদ্দিকী। গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান তিনি।
গত ডিসেম্বরে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ২০২৩ সালের স্বর্ণপদক অ্যাওয়ার্ডের জন্য আবেদনপত্র আহ্বান করে। মো. নূরে আলম সিদ্দিকী বায়োলজিক্যাল সায়েন্স ক্যাটাগরিতে তাঁর সব গবেষণাপত্রসহ আবেদন করেছিলেন। বাংলাদেশ বিজ্ঞান একাডেমি সেসব গবেষণাপত্র যাচাই-বাছাই করে স্বর্ণপদকের জন্য নির্বাচিত করে।
মো. নূরে আলম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘আমাকে ই-মেইলে অফিশিয়াল চিঠি ও ফোনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একটি অনুষ্ঠান আয়োজন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই পুরস্কার হস্তান্তর করা হবে বলে আমাকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর শিডিউল পেলে এ অনুষ্ঠান আয়োজন করা হবে বলে বিজ্ঞান একাডেমি জানায়।’
মো. নূরে আলম সিদ্দিকীর কাছে পাঠানো বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সম্পাদক হাসিনা খান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ২০২৩ সালের স্বর্ণপদক পুরস্কারের জন্য আপনি নির্বাচিত হয়েছেন।’
নূরে আলম সিদ্দিকী সম্প্রতি বাংলাদেশ বিজ্ঞান একাডেমির অ্যাসোসিয়েট ফেলো। ২০০৯ সালে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ থেকে স্নাতক এবং ২০১২ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিষয়ে স্নাতকোত্তর করেন। ২০১৮ সালে জার্মান একাডেমিক এক্সচেঞ্জ (DAAD) নিয়ে তিনি জার্মানির বন বিশ্ববিদ্যালয়ে গ্রুপ মলিকুলার জেনেটিক্স বিষয়ে পিএইচডি করেন। পিএইচডি গবেষণার জন্য ‘DAAD Outstanding Award’ লাভ করেন।