সভাপতি নির্বাচিত হয়েছেন চবির দর্শন বিভাগের ৩৫তম ব্যাচের সাবেক শিক্ষার্থী সাকিয়া সুলতানা ও সাধারণ সম্পাদক হয়েছেন একই ব্যাচের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী মো. শফিউল আজম
সভাপতি নির্বাচিত হয়েছেন চবির দর্শন বিভাগের ৩৫তম ব্যাচের সাবেক শিক্ষার্থী সাকিয়া সুলতানা ও সাধারণ সম্পাদক হয়েছেন একই ব্যাচের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী মো. শফিউল আজম

চবির ৩৫তম ব্যাচের সংগঠন ঝুপড়ির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩৫তম ব্যাচের সাবেক একদল শিক্ষার্থীর উদ্যোগে গঠিত বন্ধুদের সংগঠন ‘ঝুপড়ি’, চবির পরিচালনা পর্ষদের তৃতীয় দ্বিবার্ষিক নির্বাচন গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম নগরীর ষোলশহর দুই নম্বর গেটের ঝুপড়ি কার্যালয়ে এদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সশরীর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ছাড়া চট্টগ্রামের বাইরে অবস্থিত সংগঠনটির সদস্যরা অনলাইনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩৫তম ব্যাচের সাবেক একদল শিক্ষার্থীর উদ্যোগে গঠিত বন্ধুদের সংগঠন ‘ঝুপড়ি’, চবির পরিচালনা পর্ষদের তৃতীয় দ্বিবার্ষিক নির্বাচন গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে

সংগঠনটির ৭১ জন সদস্য অনলাইন ও অফলাইনে ভোটের মাধ্যমে ১৩ সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করেন। পাশাপাশি সদস্যরা সরাসরি ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। সভাপতি নির্বাচিত হয়েছেন চবির দর্শন বিভাগের ৩৫তম ব্যাচের সাবেক শিক্ষার্থী সাকিয়া সুলতানা। আর সাধারণ সম্পাদক হয়েছেন একই ব্যাচের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী মো. শফিউল আজম।

এর বাইরে সংগঠনটির পরিচালনা পরিষদের নির্বাচিত অন্য সদস্যরা হলেন মোহাম্মদ এরশাদ করিম, আতিক আহমেদ, তানিয়া কালাম, মো. ইসমাইল, রাজীব বিশ্বাস, মহুয়া মহাজন, মো. হাসান উদ্দিন, মো. এনামুল হক, মোহাম্মদ শফিউল আলম, আবদুর রশীদ ও জাকিয়া খানম।

বন্ধুত্বের বন্ধন অটুট রাখার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের দিনগুলোর স্মৃতি ধরে রাখা ও নিজেদের সাধ্য অনুযায়ী সমাজের উন্নয়নে কাজ করার প্রয়াসে ২০১৯ সালে একই ব্যাচের সাবেক ৭১ শিক্ষার্থীর উদ্যোগে যাত্রা শুরু করে ঝুপড়ি। এরই মধ্যে সংগঠনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক পরিচিতি পেয়েছে। বিজ্ঞপ্তি