এআইইউবির আয়োজনে গবেষণাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে
এআইইউবির আয়োজনে গবেষণাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

এআইইউবির আয়োজনে গবেষণা কর্মশালা অনুষ্ঠিত

বেসরকারি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)-এর আয়োজনে গবেষণাবিষয়ক কর্মশালা ১১ ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ‘প্রযুক্তিগত প্রণোদনার মাধ্যমে সামাজিক উদ্ভাবন: সৌর সেচের প্রসারে একটি কার্যকর আচরণগত কৌশল নির্ধারণ’ শীর্ষক সমন্বিত গবেষণা প্রকল্পটি বর্তমানে বাংলাদেশে বাস্তবায়িত হচ্ছে। এ উদ্যোগটি এশিয়ান ডিজাস্টার প্রিপার্ডনেস সেন্টার (এডিপিসি), থাইল্যান্ডের মাধ্যমে বিশ্বব্যাংকের সহযোগিতায় যুক্তরাজ্যের ডারহাম ইউনিভার্সিটির নেতৃত্বে পরিচালিত হচ্ছে। সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়। এই প্রকল্পের অংশ হিসেবে এআইইউবি গবেষণার ফলাফল উপস্থাপন ও কর্মশালার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিপিসি অনুবিভাগ) মো. মাহমুদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন এআইইউবির উপাচার্য সাইফুল ইসলাম। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘এ ওয়ার্কশপটির আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। পাশাপাশি সহযোগিতার জন্য ডারহাম ইউনিভার্সিটি ও এডিপিসি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুক্তরাজ্যের ডারহাম ইউনিভার্সিটির অধ্যাপক মাইকেল নায়েফ, অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির অধ্যাপক মো. রেজাউল করিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (একাডেমিক) মো. ফরিদ উদ্দিন খান ও খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজাউল করিম। গবেষণা ফলাফল উপস্থাপনা ও উন্মুক্ত আলোচনায় অংশ নেন ডারহাম ইউনিভার্সিটির অধ্যাপক হাবিব রহমান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) গবেষণা পরিচালক মাহফুজ কবির ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিন্নাতুল ইসলাম।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন ও ট্রাস্টি বোর্ডের সদস্য কারমেন জেড লামাগনা। তাঁরা অংশগ্রহণকারী গবেষকদের হাতে ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানের সমাপ্তিতে ধন্যবাদ জ্ঞাপন করেন এআইইউবির সহ–উপাচার্য মো. আবদুর রহমান। এ কর্মশালায় যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও বাংলাদেশের গবেষক, বিশেষজ্ঞ, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি