এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ওপেন হাউস প্রোগ্রাম ৪ নভেম্বর

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে আগামী শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ওপেন হাউস প্রোগ্রাম। বিশ্ববিদ্যালয়ে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের জন্য উন্মুক্ত এ প্রোগ্রামে থাকবে বিশ্ববিদ্যালয় সম্পর্কে খুঁটিনাটি তথ্য সংগ্রহের সুযোগ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রুবানা হক ও বিশিষ্ট বক্তা গোলাম সামদানী ডন।

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের নতুন বিভাগ বায়োকেমিস্ট্রি, বায়োফিজিকস, মাইক্রোবায়োলজি ও হিউম্যানিটিজ চালু করার ঘোষণাও দেওয়া হবে।

দিনব্যাপী এই ওপেন হাউস প্রোগ্রামে একজন সম্ভাব্য শিক্ষার্থী ও তাঁদের পরিবারকে বিশ্ববিদ্যালয় অন্তর্গত অনুষদ ও বিষয়গুলো সম্পর্কে ধারণা; ক্যাম্পাস পরিদর্শনের সুযোগ এবং অধ্যাপক ও শিক্ষকমণ্ডলীর সঙ্গে সরাসরি যোগাযোগ, শিক্ষার্থীদের আবাসন, আর্থিক সহায়তাসহ আরও অসংখ্য সুযোগ–সুবিধা সম্পর্কে একটি পুঙ্খানুপুঙ্খ ধারণা প্রদান করা হয়। পাশাপাশি অতিথিরা শ্রেণিকক্ষ, গবেষণাগার, গ্রন্থাগার ও আবাসিক স্থানগুলো ঘুরে দেখার সুযোগ পাবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, প্রশিক্ষক ও পরামর্শদাতাদের সঙ্গে কথা বলার এবং তাঁদের শিক্ষাদান প্রক্রিয়াটি সরাসরি পর্যবেক্ষণ করার সুযোগও পাওয়া যাবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গেও সরাসরি অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ থাকবে। এ সময় ভর্তি–সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে, ওপেন হাউসে উপস্থিত স্বেচ্ছাসেবকদের মাধ্যমে তা জেনে নেওয়া যাবে। এমনকি তৎক্ষণাৎ ভর্তি আবেদন করারও সুযোগ থাকবে।
ওপেন হাউস প্রোগ্রামে অংশ নিতে admissions@auw.edu.bd এই ঠিকানায় ই–মেইল করতে হবে আগ্রহীদের।