দেশের ১৩০টি ইংরেজি মাধ্যম স্কুলের প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের নিয়ে প্রিন্সিপাল নেটওয়ার্ক মিট অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার ভবিষ্যৎ গঠনে ডিজিটালাইজেশন এবং প্রযুক্তির রূপান্তরমূলক ভূমিকা নিয়ে আলোচনার জন্য এ অনুষ্ঠান আয়োজন করা হয়। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান পিয়ারসনের উদ্যোগে গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পিয়ারসন বাংলাদেশ ও নেপালের আঞ্চলিক উন্নয়ন ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন। এ ছাড়া উপস্থিত ছিলেন যুক্তরাজ্য পিয়ারসনের পরিচালক ডেভিড আলবন, এমপ্লয়িবিলিটি অ্যান্ড কোয়ালিফিকেশনস পরিচালক প্রেমিলা পলরাজ, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের অপারেশনস ও এক্সামিনেশনস পরিচালক জুনায়েদ আহমেদসহ অনেকে।
অনুষ্ঠানে শিক্ষায় ডিজিটালাইজেশন এবং প্রযুক্তির প্রভাব, চ্যালেঞ্জ ও সম্ভাব্য সুযোগ-সুবিধা নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে শিক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ অনুকরণীয় সাতজন অধ্যক্ষকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। তাঁরা হলেন এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ এম আবদুল হাই, বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়ালের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ লুবনা চৌধুরী, ধানমন্ডি টিউটোরিয়ালের অধ্যক্ষ নাজ মোস্তফা, ম্যাপললিফ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জেবা আলী, মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সৈয়দ ফখরুদ্দিন আহমেদ, সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর এবং সাউথব্রিজ স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জিনাত চৌধুরী। দেশে ইংরেজি মাধ্যমে আধুনিক ও সময়োপযোগী শিক্ষার বিস্তারে ভূমিকা রাখায় এই সাত পথিকৃৎকে সম্মাননা প্রদান করা হয়।
যুক্তরাজ্য পিয়ারসনের পরিচালক ডেভিড আলবন তাঁর বক্তব্যে বিশ্বব্যাপী শিক্ষা ক্ষেত্রে পিয়ারসনের অবদান ও প্রতিশ্রুতির কথা তুলে ধরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় পিয়ারসনের প্রতিনিধিরা এ অঞ্চলে শিক্ষাগত মানোন্নয়নে তাঁদের অবদানের কথা তুলে ধরেন। পিয়ারসন আন্তর্জাতিক স্কুলগুলোর জন্য বিশ্বমানের অ্যাসেসমেন্ট কোয়ালিফিকেশন, ডিজিটাল সামগ্রী এবং শেখার অভিজ্ঞতা প্রদান করে। বিজ্ঞপ্তি