ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) উপাচার্য পদে পুনরায় নিয়োগ পেয়েছেন অধ্যাপক আব্দুল আউয়াল খান। আগামী চার বছরের জন্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন তাকে এ পদে নিয়োগ দেন। গত মঙ্গলবার (১৬ এপ্রিল) এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে পুনরায় নিয়োগ পাওয়ায় শিক্ষাবিদ ও খ্যাতিমান গবেষক অধ্যাপক আব্দুল আউয়াল খানকে শুভেচ্ছা জানান আইএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এ কে এম মোশাররফ হুসাইন এবং ভাইস চেয়ারম্যান আতিকুর রহমান।
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গবেষক হিসেবে আব্দুল আউয়াল খানের পঞ্চাশের বেশি গবেষণা–প্রবন্ধ বিভিন্ন দেশি–বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি ৬০-এর বেশি এমফিল ও পিএইচডি গবেষকের তত্ত্বাবধায়ক ও পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অধ্যাপক আব্দুল আউয়াল খান ১৯৪৮ সালে ঝালকাঠির রাজাপুর থানাধীন সাতুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে ব্যাচেলর অব কমার্স এবং ১৯৭০ সালে মাস্টার অব কমার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৭৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে তিনি প্রভাষক হিসেবে যোগ দেন।
১৯৮৭ সালে অধ্যাপক আব্দুল আউয়াল খান পিএইচডি ডিগ্রি লাভ করেন। এরপর ১৯৯৬ সাল পর্যন্ত অধ্যাপক হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের অধ্যাপক ও ডিন হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া তিনি বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ডিন হিসেবে দুই দশকেরও বেশি সময় অধ্যাপনা করেছেন। বিজ্ঞপ্তি