সম্প্রতি প্রকাশিত হয়েছে এ এবং ও লেভেল পরীক্ষার ফলাফল। এতে রাজধানীর লালমাটিয়ায় অবস্থিত উইটন ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীরা অর্জন করেছেন অভূতপূর্ব সাফল্য। পঠিত বিষয়গুলোতে অংশগ্রহণকারী ১২ জন শিক্ষার্থীর অধিকাংশই পেয়েছেন ‘এ স্টার’ (A*) ও ‘এ’ (A)।
এই সাফল্যে শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকের পাশাপাশি উচ্ছ্বসিত উইটন পরিবার। ব্রিটিশ কারিকুলামে পরিচালিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আবদুল্লাহ জামান এই অর্জনকে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রমের ফল বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘যেখানে দেশের প্রচলিত ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরা অনেকাংশই কোচিংনির্ভর, সেখানে কোচিং না করেই আমাদের শিক্ষার্থীরা এই ফলাফল অর্জন করেছেন। এটি ইংলিশ মিডিয়ামের ব্যতিক্রম। তাই এই ফলাফলকে অভূতপূর্ব ও ঈর্ষণীয় বলতে হবে।’
ফলাফল প্রকাশের পর গতকাল মঙ্গলবার দুপুরে শিক্ষার্থী ও অভিভাবকেরা মিষ্টি, কেক ও ফুল নিয়ে উদ্যাপনের উদ্দেশে স্কুলে মিলিত হন। এ সময় স্কুলপ্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়। সব বিষয়ে ‘এ স্টার’ পাওয়া শিক্ষার্থীদের একজন সাহারা খাতুন বলেন, ‘এই সাফল্যের বড় অংশীদার আমাদের শিক্ষকেরা। যাঁরা প্রতিটি পর্যায়ে আমাদের গাইড করেছেন। স্কুলের প্রতি তাই আমরা বিশেষভাবে কৃতজ্ঞ।’
২০১৭ সাল থেকে যাত্রা শুরু করা উইটন ইন্টারন্যাশনাল স্কুল সফলতার সঙ্গে তাদের কার্যক্রম পরিচালনা করছে। ইসলামী মূল্যবোধ ও বিজ্ঞান শিক্ষার অনন্য সংমিশ্রণে স্কুলটি শিক্ষার মান ও সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব দিয়ে ইতিমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে।