এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে পৃষ্ঠপোষক হিসেবে যোগ দিয়েছেন ডেনমার্কের প্রথম নারী প্রধানমন্ত্রী হেলে থর্নিং

চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) পৃষ্ঠপোষক হিসেবে যোগ দিয়েছেন ডেনমার্কের প্রথম নারী প্রধানমন্ত্রী হেলে থর্নিং স্মিডট। গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি হেলে থর্নিং স্মিডট এইউডব্লিউ কাউন্সিল অব পেট্রনে যোগ দিয়েছেন। তিনি বলেন, ‘এইউডব্লিউ পেট্রন হিসেবে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। এইউডব্লিউ যে কাজ করে, তা বিশ্বের আর কোনো বিশ্ববিদ্যালয় করে না। নারী শিক্ষায় এইউডব্লিউ সক্রিয়ভাবে কাজ করে। এইউডব্লিউর এই যাত্রায় আমি পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব।’

এইউডব্লিউ জানায়, ২০০৮ সালে প্রতিষ্ঠিত এইউডব্লিউর সহপ্রতিষ্ঠাতা ছিলেন ডেনমার্কের আরেক রাজনীতিবিদ লোন ডিবকজায়ের। ফলে ডেনমার্কেও স্বীকৃতি পেয়েছে এইউডব্লিউ। লোন ডিবকজায়ের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ডেনমার্কের সাবেক প্রধানমন্ত্রী পল নিরুপ রাসমুসেন বলেন, ‘আমার বন্ধু এইউডব্লিউর পৃষ্ঠপোষক হিসেবে যোগ দিয়েছে। সে তার মেধা দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করে যাবে।’

হেলে থর্নিং স্মিডট ডেনমার্কের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত। প্রায় এক দশক ধরে ডেনমার্কের সোশ্যাল ডেমোক্র্যাট পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বর্তমানে এইউডব্লিউর প্রধান পৃষ্ঠপোষক দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা এর পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত আছেন।