আমেরিকান কাউন্সিল অন এডুকেশন (এসিই)-এর বার্ষিক সাধারণ সভা মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্বের বিভিন্ন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাবিদ, নেতা, প্রেসিডেন্ট ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত হয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষাবিষয়ক এ গুরুত্বপূর্ণ সভার মূল উদ্দেশ্য হলো আগামী প্রজন্মের শিক্ষাব্যবস্থা সম্পর্কে ভাবনা এবং বিশ্বব্যাপী বিভিন্ন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে নেটওয়ার্ক বৃদ্ধি।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ও অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (এইউএপি)-এর প্রেসিডেন্ট মো. সবুর খান সভায় বাংলাদেশ ও এইউএপির প্রতিনিধিত্ব করেন। এসিইর বার্ষিক সভায় যোগ দেওয়ার সময় খান ওয়াশিংটন ডিসিতে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ প্রেসিডেন্টস (আইএইউপি) বোর্ডের সভায়ও যোগ দিয়েছিলেন।
শিক্ষাক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের এ মর্যাদাপূর্ণ সমাবেশ বিশ্বব্যাপী শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং আন্তর্জাতিকীকরণ বিষয়ের ওপর আলোচনায় জোর দেওয়া হয়।
অনুষ্ঠানে মো. সবুর খান আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য আরও বৈশ্বিক শিক্ষার সুযোগ তৈরি করার সম্ভাব্য কৌশল নিয়ে ইন্টারন্যাশনাল এডুকেশন ইনস্টিটিউটের প্রেসিডেন্ট অ্যালান ই গুডম্যানের সঙ্গে আলোচনা করেন। এ ছাড়া সবুর খান মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষামন্ত্রীর সেক্রেটারি জেমস কোয়াল এবং আমেরিকান কাউন্সিল ফর এডুকেশনের সভাপতি ও ওবামা প্রশাসনের সময় সাবেক আন্ডার সেক্রেটারি টেড মিচেলের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন এবং শিক্ষাবিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বিজ্ঞপ্তি