নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির উন্নয়ন নিয়ে সপ্তম সম্মেলন হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ)
নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির উন্নয়ন নিয়ে সপ্তম সম্মেলন হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ)

ইউআইইউতে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আন্তর্জাতিক সেমিনার

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক–ই–ইলাহী চৌধুরী বলেছেন, মানবজাতির ভবিষ্যৎকে নিরাপদ রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই পরিবেশ নিশ্চিত করার জন্য সবার দৈনন্দিন জীবনে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি করার ওপর গুরুত্ব দিতে হবে। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় নবায়নযোগ্য শক্তির উন্নয়ন অর্থনৈতিকভাবে কীভাবে লাভবান হবে, তা দেখতে হবে। এবারের সম্মেলনে যেসব গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে, তা এ খাতে আগামীদিনের চ্যালেঞ্জ উত্তরণে কাজে দেবে।

নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির উন্নয়ন নিয়ে সপ্তম সম্মেলনের প্রথম দিনে আজ বৃহস্পতিবার এসব কথা বলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং সেন্টার ফর এনার্জি রিসার্চ তিন দিনের এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে।

বাংলাদেশ, কানাডা, তুরস্ক, ফিলিপাইন, নেপাল ও ভুটান থেকে গবেষণা নিবন্ধ জমা পড়ে এবারের সেমিনার। এসব গবেষণা বাংলাদেশের নবায়নযোগ্য শক্তির উন্নয়নের পাশাপাশি শিল্প উদ্যোক্তা ও শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজে আসবে। এবার পাঁচটি নিবন্ধ উপস্থাপন ও আমন্ত্রিত অতিথিদের আলোচনার একটি পর্বে ভাগ করা হয়েছে সম্মেলন। এ ছাড়া সম্মেলনে নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি নিয়ে বিভিন্ন গবেষণাপত্র তুলে ধরা হবে।

সম্মেলনের প্রথম দিনে সভাপতিত্ব করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য মো. আবুল কাশেম মিয়া। এতে আরও বক্তব্য দেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চের নির্বাহী পরিচালক হাসান সারওয়ার ও সেমিনার আয়োজন কমিটির কো-চেয়ার শাহরিয়ার আহমেদ চৌধুরী। শুরুতে স্বাগত জানিয়ে ও শেষে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন আয়োজনের কারিগরি চেয়ার ইন্তেখাব আলম। তিন দিনব্যাপী সম্মেলনের বিভিন্ন টেকনিক্যাল সেশনে জ্বালানি গবেষণার ওপর দেশি-বিদেশি বিশেষজ্ঞরা আলোচনা করবেন। ২০০৯ সাল থেকে বিভিন্ন দেশের নবায়নযোগ্য জ্বালানি গবেষণা সংস্থার সহায়তায় আন্তর্জাতিক এ সম্মেলনের আয়োজন করছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।