১৫ জন সুবিধাবঞ্চিত অদম্য মেধাবী পেল বৃত্তি

১৫ জন সুবিধাবঞ্চিত অদম্য মেধাবী ছাত্রকে বৃত্তি প্রদান করে কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটির বৃত্তি পেলেন ১৫ সুবিধাবঞ্চিত মেধাবী। ছবি: সংগৃহীত
 ১৫ জন সুবিধাবঞ্চিত অদম্য মেধাবী ছাত্রকে বৃত্তি প্রদান করে কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটির বৃত্তি পেলেন ১৫ সুবিধাবঞ্চিত মেধাবী। ছবি: সংগৃহীত

দরিদ্র, এতিম, প্রতিবন্ধী কিংবা দুর্গম এলাকায় বসবাস কোনো প্রতিবন্ধকতাই থামিয়ে রাখতে পারেনি তাঁদের। মেধা, পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তি এই তিন মন্ত্রে বলীয়ান হয়ে তাঁরা সবাই বিশ্ববিদ্যালয় কিংবা সরকারি মেডিকেল কলেজে অধ্যয়ন করে সংগ্রাম করে যাচ্ছেন। তাঁদের সংগ্রামে পাশে এসে দাঁড়াল কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি (কেএফএইচ)।

গতকাল শুক্রবার আবদুল গণি রোডের বিদ্যুৎ ভবনে ১৫ জন সুবিধাবঞ্চিত অদম্য মেধাবী ছাত্রকে বৃত্তি প্রদান করে সংগঠনটি। বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের ১৩ জন ৯টি সরকারি বিশ্ববিদ্যালয়, ১ জন মেডিকেল কলেজ এবং ১ জন নার্সিং ইনস্টিটিউটে অধ্যয়নরত।

বৃত্তি প্রদান কার্যক্রমের চেয়ারম্যান ওয়েহেদুজ্জামান বাবলু অনলাইনে যুক্ত হয়ে জানান যে, প্রায় ৫০০ আবেদন হতে এই ১৫ জন শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে। এ ছাড়া আরও প্রায় ৫০ জন আবেদনকারীকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে এবং তথ্য যাচাই বাছাই করা হয়েছে। বৃত্তি প্রদান অনুষ্ঠানের সভাপতি মো. আশরাফ উদ্দিন স্বপন জানান, বৃত্তিপ্রাপ্তদের প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা প্রদান করা হবে এবং একাডেমিক রেজাল্ট সন্তোষজনক হলে তাঁদের অবশিষ্ট শিক্ষাজীবনে এই বৃত্তি প্রদান অব্যাহত রাখা হবে। সংগঠনের সেক্রেটারি জেনারেল রইসুল ইসলাম জানান, সমাজের বিত্তবান ব্যক্তিরা এগিয়ে আসলে এবং একজন ব্যক্তি অন্তত একজন ছাত্রের দায়িত্ব গ্রহণ করলে অপেক্ষমাণ তালিকা হতে আরও অনেক মেধাবী ছাত্রকে কেএফএইচের বৃত্তি প্রদান কার্যক্রমের আওতায় আনা যাবে। সংগঠনের চেয়ারম্যান মনিরুল ইসলাম মিলন জানান, কেএফএইচের বৃত্তি কার্যক্রম মেধার পাশাপাশি মানবিক বিষয়গুলোর প্রতি লক্ষ রাখা হয়েছে।

সভাপতি জানান, এই কার্যক্রম দেশের সুবিধাবঞ্চিত কয়েকজন মেধাবী ছাত্রের সংগ্রামী জীবন কিছুটা সহজ করে তুলবে এবং তাঁরা লেখাপড়ায় মনোনিবেশ করতে পারবেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এবং কেএফএইচের উপদেষ্টা মেজবাহুল আলম সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রদের মধ্যে বৃত্তিপ্রদানসহ নানা জনসেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটিকে ধন্যবাদ জানান।