ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আসা-যাওয়ার সুবিধার্থে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। আজ রোববার ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে ঢাবি শিক্ষক সমিতির সভাপতি মো. রহমত উল্লাহ এবং সাধারণ সম্পাদক মো. নিজামুল হক ভূঁইয়া উপস্থিত ছিলেন।
প্রতিদিন সকাল সাড়ে ১০টা ও বেলা ২টায় প্রশাসনিক ভবন-কলাভবন-টিএসসি-কাজী মোতাহার হোসেন ভবন–মোকাররম ভবন-কার্জন হল পর্যন্ত যাবে শাটল বাস। বেলা ১১টায় ও আড়াইটায় কার্জন হল-মোকাররম ভবন-কাজী মোতাহার হোসেন ভবন-টিএসসি-কলাভবন-প্রশাসনিক ভবনে ফিরে আসবে বাস।
এ ছাড়া অন্য রুটে শাটল বাস বেলা ১১টায় লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট থেকে কার্জন হল পর্যন্ত যাবে এবং বেলা ২টায় কার্জন হল থেকে লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে ফিরে আসবে।