দীর্ঘ ১৭ মাস পর খুলছে কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়। সিদ্ধান্ত অনুযায়ী আবাসিক হলগুলো ৯ অক্টোবর (শনিবার) থেকে খুলে দেওয়া হবে। সশরীর ক্লাস শুরু হবে ২০ অক্টোবর থেকে। এ ছাড়া ৫ অক্টোবর থেকে শিক্ষার্থীদের জন্য লাইব্রেরি খুলে দেওয়া হবে।
গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শেখ আবদুস সালামের সভাপতিত্বে সিন্ডিকেটের ২৫৩তম (জরুরি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ কার্যালয়ের উপরেজিস্ট্রার সাহেদ হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সিন্ডিকেট সভায় সহ–উপাচার্য মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন ভূঁইয়াসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী ৯ অক্টোবর সকাল ১০টায় স্বাস্থ্যবিধি মেনে হলগুলো খুলে দেওয়া হবে। অন্তত এক ডোজ করোনার টিকা নেওয়া সাপেক্ষে কেবল আবাসিক শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। আপাতত গণরুম থাকবে না। পরে পরিস্থিতি বিবেচনা করে অন্যান্য সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে উপাচার্য আবদুস সালামের সভাপতিত্বে আবাসিক হল খোলা ও ক্লাস যথারীতি চালু করার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য একাডেমিক কাউন্সিলের ১২১তম (জরুরি) সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক আটটি হল খোলা ও যথারীতি ক্লাস চালু করার বিষয়ে আলোচনা হয়।
জরুরি সভায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও একাডেমিক কাউন্সিলের সদস্য ও আবাসিক হলগুলোর প্রভোস্টরা উপস্থিত ছিলেন। পরে উপাচার্য হলগুলো পরিদর্শন করেন।