সারা দেশের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীদের আবারও সংবর্ধনা দেবে প্রথম আলো। এবার এ কার্যক্রমে সহায়তা করছে শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখো। গত ১ সেপ্টেম্বর বিকেলে প্রথম আলো কার্যালয়ে এ–সংক্রান্ত এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
শিখোর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহীর চৌধুরী এবং প্রথম আলোর পক্ষে সম্পাদক মতিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন শিখোর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) জিশান জাকারিয়া। তিনি বলেন, ‘প্রথম আলো সারা দেশের সব জেলার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে যাচ্ছে, এটা জেনে আমরা এতে যুক্ত হতে আগ্রহী হই। এ উদ্যোগ শিক্ষার্থীদের উৎসাহিত করবে।’
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, প্রথম আলো এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করা মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে আসছে বহু বছর ধরে। এর কলেবর অনেক বড়। শিখো শিক্ষা নিয়ে কাজ করে, প্রথম আলোও শিক্ষা নিয়ে কাজ করে আসছে। দুই প্রতিষ্ঠান মিলে একত্রে কাজ করলে সেটা শিক্ষার্থীদের জন্য আরও উৎসাহজনক হবে।
সমঝোতা স্মারক সইয়ের সময় আরও উপস্থিত ছিলেন শিখোর বিপণন বিভাগের প্রধান জিসান আহমেদ ও হেড অব স্ট্র্যাটেজি ইশমাম আহমেদ চৌধুরী এবং প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, আনিসুল হক, ফিচার সম্পাদক সুমনা শারমীন ও ক্রীড়া সম্পাদক (অনলাইন) উৎপল শুভ্র প্রমুখ।