দেশে ১২টি ক্যাডেট কলেজ রয়েছে, যার মধ্যে মেয়েদের জন্য রয়েছে ৩টি কলেজ
দেশে ১২টি ক্যাডেট কলেজ রয়েছে, যার মধ্যে মেয়েদের জন্য রয়েছে ৩টি কলেজ

১২টি ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তির তথ্য-২

ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ সপ্তম শ্রেণিতে ক্যাডেট হিসেবে ২০২৪ সালের ভর্তি পরীক্ষায় যে সিলেবাস নির্ধারিত করেছিল, তা দেওয়া হলো।

বিষয় ও নম্বর

১. ইংরেজি ১০০

২. গণিত   ১০০

৩. বাংলা   ৬০

৪. বিজ্ঞান, ইতিহাস, সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ৪০। সর্বমোট     ৩০০

English: Marks-100

# Grammar

1.Parts of Speech.

2. Synonyms & Antonyms.

3. Formation of Words.

4. Articles.

5.  Number.

6.  Gender.

7.  Sentences.

8. Tense.

9.  Right forms of Verbs.

10. Spellings.

11. Change of Sentences

(Assertive, Interrogative, Imperative, Exclamatory, Affirmative & Negative).

12. Matching (Words with their Meaning).

13.Rearrangement of Jumbled Words to make Sentences.

14.Punctuation Marks & Capital Letters.

15. Verbs (Finite, Non-finite and Modal).

16. Formal  and Informal Expressions.

# Guided Writing

1. Paragraph Writing.

2. Dialogue Writing.

3. Picture Description.

4. Letter/Application

5. Comprehension of Seen/Unseen Text.

6. Story Writing from given Outline.

7.Argumentative Writing.

গণিত: পূর্ণমান-১০০

১. সংখ্যাতত্ত্ব।

২. দ্বিমাত্রিক বস্তু।

৩. তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ।

৪.মৌলিক উৎপাদক।

৫.           দৈর্ঘ্য নির্ণয়।

৬.পূর্ণসংখ্যার জগৎ।

৭.ভগ্নাংশের ব্যবহার।

৮.অজানা রাশির জগৎ।

৯রল সমীকরণ।

১০.ত্রিমাত্রিক বস্তু।

১১.ঐকিক নিয়ম, শতকরা ও অনুপাত।

১২.সূত্র খুঁজি সূত্র বুঝি।

১৩. বুদ্ধিমত্তাবিষয়ক অঙ্ক।

বাংলা: পূর্ণমান-৬০

# ক. সাহিত্য অংশ:

১.            কবিতা, গান, গল্প, প্রবন্ধ, নাটক ও সাহিত্যের নানা রূপ-বৈশিষ্ট্য ও পার্থক্য নিরূপণ।

# খ. ব্যাকরণ অংশ:

১.ভাষা ও বাংলা ভাষা, প্রমিত ভাষা, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি, উচ্চারণ, বানান।

২.ব্যাকরণিক শব্দশ্রেণি/শব্দের শ্রেণি।

৩. বচন।

৪.লিঙ্গ।

৫. যতিচিহ্ন।

৬.প্রতিশব্দ, বিপরীত শব্দ, এককথায় প্রকাশ।

৭.বাক্য প্রকরণ।

# গ. নির্মিতি অংশ:

১.অনুচ্ছেদ/প্রবন্ধ/গল্প/সংলাপ/রোজনামচা (দিনলিপি) লিখন: প্রায়োগিক লেখা, বিবরণমূলক লেখা, তথ্যমূলক লেখা, বিশ্লেষণমূলক লেখা, কল্পনানির্ভর লেখা।

২.ভাব সম্প্রসারণ।

৩. সারাংশ/সারমর্ম।

৪.পত্রলিখন/দরখাস্ত লিখন।

বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা: পূর্ণমান-৪০

১. বিজ্ঞান।

২.ইতিহাস ও সামাজিক বিজ্ঞান।

৩.ডিজিটাল প্রযুক্তি।

৪.বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস।

৫.বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও ক্যাডেট কলেজ।

৬.বাংলাদেশ ও বিশ্বের ভৌগোলিক বিষয়াবলি।

৭.বাংলাদেশ ও বিশ্বের সাম্প্রতিক ঘটনাবলি।

৮.খেলাধুলা।

৯.   বুদ্ধিমত্তা (আইকিউ)।

*লেখক: মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী