গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির তারিখ ঘোষণা, শুরু ২২ জুলাই

প্রথম আলো ফাইল ছবি

২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়গুলোতে প্রাথমিক ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। গুচ্ছ ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তারিখ অনুযায়ী, ২২ জুলাই থেকে ভর্তিপ্রক্রিয়া শুরু হবে।

গুচ্ছের ওয়েবসাইটে বলা হয়েছে, প্রথম পর্যায়ের প্রাথমিক ভর্তিপ্রক্রিয়া আগামী ২২ জুলাই থেকে ২৫ জুলাইয়ের মধ্যে জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে ভর্তিপ্রক্রিয়া শেষ করতে হবে। প্রাথমিক ভর্তি ও ফি প্রদান করতে হবে ২২ জুলাই দুপুর ১২টা থেকে ২৫ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আগামী ২২ জুলাই দুপুর ১২টা থেকে ২৬ জুলাই বিকেল ৪টার মধ্যে মূল কাগজপত্র জমা দিতে হবে। এসএসসি ও এইচএসসি এবং সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।