খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ফার্মেসি ডিসিপ্লিনে ২০২৪-২৫ সেশনে এম ফার্ম কোর্সে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয় অথবা দেশি বা বিদেশি অন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বি ফার্ম (অনার্স) বিষয়ে ৩, ৪ ও ৫ বছরের স্নাতক/স্নাতক (সম্মান) থাকতে হবে (উক্ত ডিগ্রি ইউজিসি কর্তৃক স্বীকৃত হতে হবে)।
প্রার্থীকে কমপক্ষে ১৬ বছর শিক্ষাকাল শেষ করতে হবে অথবা ৩ বছরের স্নাতক ডিগ্রি অর্জনকারীদের ক্ষেত্রে ১৫ বছর শিক্ষাকাল ও ২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়ে আবেদন করা যাবে, তবে ক্লাস শুরুর পর থেকে দুই মাসের মধ্যে প্রয়োজনীয় সনদ জমা দিতে হবে। অন্যথায় ভর্তি বাতিল বলে গণ্য হবে।
প্রার্থীকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি অথবা সিজিপিএ–২ দশমিক ৫০সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে।
পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, সব পরীক্ষার গ্রেডশিট বা মার্কশিট ও সার্টিফিকেটের সত্যায়িত অনুলিপি।
সবশেষ শিক্ষাপ্রতিষ্ঠান/বিভাগীয় প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র।
সভাপতি, ভর্তি কমিটি, ফার্মেসি ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয় (এ/সি নম্বর-০২০০০০৩৪৫০৫৬৪) অগ্রণী ব্যাংক, খুলনা বিশ্ববিদ্যালয় শাখার অনুকূলে ১ হাজার ৫০০ টাকার নগদ জমা রসিদ/ব্যাংক ড্রাফট/পে-অর্ডার।
চাকরিরত প্রার্থীদের অবশ্যই দরখাস্তের সঙ্গে নিজ নিজ বিভাগীয় নিয়োগকর্তার কাছ থেকে এম ফার্ম অধ্যয়নকালে ক্লাসে যোগদান এবং শিক্ষা কার্যক্রম যথারীতি সম্পাদনের জন্য ছুটি/অনাপত্তিপত্র প্রদান করতে হবে।
এনআইডি/জন্মনিবন্ধন/পাসপোর্টের সত্যায়িত কপি।
ভর্তির আবেদন শেষ: ২৯ ডিসেম্বর
ভর্তি পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ: ৩০ ডিসেম্বর
মৌখিক পরীক্ষা: ৫ জানুয়ারি ২০২৫, সকাল ১০টায়
উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৫, নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে
মেধাতালিকা থেকে ভর্তি শুরু: ৭ থেকে ৮ জানুয়ারি অফিস চলাকালে শেষ করতে হবে
অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি শুরু: ৯ জানুয়ারি।
বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: