এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রথম তানজিম মুনতাকা

২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। পুরোনো স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষ, মহাখালী, ঢাকা, ১১ ফেব্রুয়ারি
ছবি: স্বাস্থ্য মন্ত্রণালয়ের সৌজন্য

২০২৩-২৪ সেশনের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম স্থান অর্জন করেছেন তানজিম মুনতাকা সর্বা। তিনি রাজধানীর হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

এর আগে আজ রোববার বেলা তিনটার দিকে রাজধানীর মহাখালীর পুরোনো স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এবারের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ সচিব আজিজুর রহমান, বি এম এ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম, স্বাস্থ্যশিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটু মিয়াসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

এবারের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় স্বাস্থ্যমন্ত্রী শুরুতেই সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। এবারের ফলাফল অত্যন্ত সুচারুভাবে তৈরি করা হয়েছে জানিয়ে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এবারের পরীক্ষায় ছাত্রদের থেকে ছাত্রীদের পাসের হার বেশি। আমাদের বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। সেভাবেই তিনি কাজ করছেন। এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফলেও ছাত্রীর অগ্রযাত্রা লক্ষ করা গেল। একটা দেশের সরকারপ্রধান যদি ভিশনারি হন, তাহলে সেই দেশের অর্থনৈতিক উন্নয়ন বা মানবিক উন্নয়ন সবই সম্ভব। আর আমাদের প্রধানমন্ত্রী তেমনি একজন সত্যিকারের মিশনারি লিডার।’

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণায় সামন্ত লাল সেন জানান, এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছিল ১ লাখ ৪ হাজার ৩৭৪ জনের। সেখান থেকে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২ হাজার ৩৬৯ জন শিক্ষার্থী। অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ৯২। পরীক্ষায় পাস নম্বর ধরা হয়েছে ৪০। সে অনুযায়ী এ বছর মোট ৪৯ হাজার ৯২৩ জন পাস করেছেন। তাঁদের মধ্যে ছাত্র ২০ হাজার ৪৫৭ ও ছাত্রী ২৯ হাজার ৪৬৬ জন। এবারের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৯২ দশমিক ৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন তানজিম মুনতাকা সর্বা।