শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গুচ্ছভুক্ত শাহজালাল বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির তারিখ ঘোষণা, বেড়েছে ভর্তি ফি

গুচ্ছভুক্ত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের চূড়ান্ত ভর্তির তারিখ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া গত বছরের তুলনায় এবার ভর্তি ফি ৭৫০ টাকা বাড়ানো হয়েছে।

শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্যসচিব আবু সাঈদ আরফিন খান প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন৷ একই সঙ্গে চূড়ান্ত ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এ–সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুচ্ছের মাধ্যমে ইতিমধ্যেই যেসব শিক্ষার্থী শাবিপ্রবির জন্য প্রাথমিক ভর্তি সম্পন্ন করেছেন (কিন্তু অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশনের জন্য মনোনীত হননি) অথবা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার পর মাইগ্রেশনের মাধ্যমে শাবিপ্রবির জন্য মনোনীত হয়েছেন তাঁদের ২৩ ও ২৪ অক্টোবর চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। এর মধ্যে গুচ্ছের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) শিক্ষার্থীরা ২৩ অক্টোবর এবং ‘বি’ ইউনিট (মানবিক) ও ‘সি’ ইউনিটের (ব্যবসায়) শিক্ষার্থীরা ২৪ অক্টোবর সশরীরে বিশ্ববিদ্যালয়ে এসে চূড়ান্ত ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো শিক্ষার্থী ওই সময়ে উপস্থিত হতে না পারলে তাঁর ভর্তি বাতিল বলে গণ্য হবে। চূড়ান্ত ভর্তির পূর্বে শিক্ষার্থীদের মোবাইলে মেসেজ পাঠানো হবে। আরও বিস্তারিত তথ্য শাবিপ্রবির ওয়েবসাইটেই হালনাগাদ করা হবে।

চূড়ান্ত ভর্তির সময় শিক্ষার্থীদের যা যা নিয়ে যেতে হবে—

১. চূড়ান্ত ভর্তি বাবদ ১৩ হাজার টাকা

২. প্রাথমিক ভর্তির ‘কনফারমেশন স্লিপ’ অথবা এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র

৩. কোটায় ভর্তি প্রার্থীদের জন্য ভর্তি নির্দেশিকায় উল্লিখিত মূল প্রত্যয়ন/সনদপত্রসমূহ।

এবার শাবিপ্রবিতে ভর্তি ফি বেড়েছে ৭৫০ টাকা

শাবিপ্রবির ভর্তি কমিটির সচিব আবু সাঈদ আরফিন খান প্রথম আলোকে বলেন, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি ফি ছিল ১৭ হাজার ২৫০ টাকা। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বিভাগের উন্নয়ন ফি বাবদ আরও ৭৫০ টাকা বাড়ানোয় সর্বমোট ভর্তি ফি দাঁড়িয়েছে ১৮ হাজার টাকা। তবে পূর্বে ৫ হাজার টাকা দিয়ে গুচ্ছের প্রাথমিক ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করায় শাবিপ্রবিতে ভর্তির জন্য শিক্ষার্থীদের আরও ১৩ হাজার টাকা নিয়ে আসতে হবে।

গুচ্ছভুক্ত শাবিপ্রবির ভর্তি ফি বেড়েই চলছে

গুচ্ছভুক্ত শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি বেড়েই চলেছে। ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি ফি ছিল ৮ হাজার ৬০০ টাকা। পরের বছর ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রায় দ্বিগুণ বাড়িয়ে ভর্তি ফি নেওয়া হয় ১৫ হাজার টাকা। এর পরের বছর আরও ২ হাজার ২৫০ টাকা বাড়িয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি ফি নেওয়া হয় ১৭ হাজার ২৫০ টাকা।

এর আগে এককভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সময় শাবিপ্রবিতে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি ফি ছিল ৮ হাজার টাকা। এরও আগে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ৭ হাজার ৫০০ টাকা ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি ফি ছিল ৬ হাজার ৮৫০ টাকা।