বুয়েটের ভর্তি পরীক্ষা ২০ মে থেকে শুরু করার সুপারিশ

বুয়েট
বুয়েট

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাক্-নির্বাচনী পর্ব আগামী ২০ মে নেওয়ার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি৷ এতে অংশ নিতে পারবেন ১৮ হাজার শিক্ষার্থী৷ প্রাক্-নির্বাচনী পর্বে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৬ হাজার জন ভর্তি পরীক্ষার চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবেন৷ পরীক্ষার চূড়ান্ত পর্বটি ১০ জুন নেওয়ার সুপারিশ করেছে ভর্তি কমিটি৷

গত বুধবার বুয়েটের ভর্তি কমিটির সভায় এসব সুপারিশ করা হয়৷ তবে ভর্তি পরীক্ষার তারিখের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বুয়েটের শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) সভায়৷ শিগগিরই সেই সভা অনুষ্ঠিত হবে৷

বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক মিজানুর রহমান আজ শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আগামী ২০ মে বুয়েটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাক্-নির্বাচনী পর্ব আর ১০ জুন পরীক্ষার চূড়ান্ত পর্ব আয়োজনের সুপারিশ করেছে ভর্তি কমিটি৷ শিগগিরই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা হবে৷ সেখানে তারিখ চূড়ান্ত হওয়ার পর ভর্তিবিষয়ক বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে৷

মিজানুর রহমান জানান, ১৮ হাজার শিক্ষার্থী এবার বুয়েটের ভর্তি পরীক্ষার প্রাক্-নির্বাচনী পর্বে অংশ নিতে পারবেন৷ এতে উত্তীর্ণ হওয়া ৬ হাজার শিক্ষার্থীকে পরীক্ষার চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবেন৷