ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএতে এমবিএ পড়ার সুযোগ, সিজিপিএ ২.৫০ হলে আবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) স্প্রিং ২০২৪–এর মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) কোর্সে ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৬ নভেম্বরের মধ্যে অনলাইনে জমা দিতে হবে ভর্তির আবেদন।

আবেদনের যোগ্যতা

  • যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি, সিজিপিএ ২.৫০ (৪.০০–এর মধ্যে) বা দ্বিতীয় শ্রেণি;

  • এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে জিপিএ–৫–এর মধ্যে ন্যূনতম ৩ (বা দ্বিতীয় বিভাগ) থাকতে হবে;

  • এসএসসি/এইচএসসি/স্নাতক স্তরের শিক্ষায় কোনো তৃতীয় বিভাগ/শ্রেণি থাকা যাবে না;

  • ও লেভেল এবং এ লেভেল—উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ থাকতে হবে ২.০০;

  • কাজের অভিজ্ঞতা থাকতে হবে। স্নাতকের পর ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা।

পরীক্ষার বিস্তারিত

  • আবেদনকারীকে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষা ১ ডিসেম্বর সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে অনুষ্ঠিত হবে;

  • লিখিত পরীক্ষার সময় ৭৫ মিনিট;

  • পরীক্ষার দুটি অংশ রয়েছে। বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং ইংরেজি ভাষা ও যোগাযোগ;

  • বিদেশি নাগরিকত্ব এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকলে আবেদনকারীকে লিখিত পরীক্ষা দিতে হবে না। তবে এ ক্ষেত্রে তাঁর জিম্যাট স্কোর ন্যূনতম ৭৫ শতাংশ থাকতে হবে। তবে তাঁকে ইন্টারভিউ দিতে হবে;

  • ইউজিসি অননুমোদিত কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।

আবেদন ফি

আইবিএ—মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)–এ আবেদন ফি ৪০০০ টাকা।

আবেদনের বিস্তারিত জানার জন্য ভিজিট করুন অথবা