দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথমবর্ষের ভর্তিতে নিশ্চায়নের জন্য সময় বৃদ্ধি করা হয়েছে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তির জন্য ২৬ জুলাই পর্যন্ত সময় পাবেন শিক্ষার্থীরা।
২০২২-২৩ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে স্বয়ংক্রিয় অভিপ্রায়ণ (মাইগ্রেশন) এবং অপেক্ষমাণ তালিকা থেকে দেশি শিক্ষার্থীরা ২৬ জুলাই পর্যন্ত অফিস চলাকালীন সময়ে ভর্তি হতে পারবেন।
বেসরকারি মেডিকেলে ভর্তি শুরু হয় ৩ জুলাই। ২৩ জুলাই মেডিকেলে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।