রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় ৪টি ইংরেজি প্রোগ্রামে ভর্তির সুযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নিচের ৪টি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তিতে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ১ বছর মেয়াদি এমএইন ইএলটি/ ইএল, ২ বছর মেয়াদি এমএইন এলটি, পিজিডি ইন ইএলটি ও সার্টিফিকেট কোর্সে (জানুয়ারি-জুন) শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

*ভর্তির যোগ্যতা (১ বছর মেয়াদি এমএইন ইএলটি/ ইএল)

#ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি;

#ইংরেজি ব্যতীত অন্য যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রিসহ ইএলটিতে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা, স্নাতক (পাস) ডিগ্রিসহ ইংরেজি বিষয়ে এমএ ডিগ্রি, সব ক্ষেত্রেই সিজিপিএ ২.৫০ অথবা ট্রাডিশনাল সিস্টেমে ২য় শ্রেণি থাকতে হবে।

*ভর্তির যোগ্যতা (২ বছর মেয়াদি এমএইন এলটি)

# ৩ বছর / ২ বছর মেয়াদি স্নাতক (পাস) ডিগ্রি;

# ইংরেজি ব্যতীত অন্য যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর ডিগ্রি;

# স্কুল/হাইস্কুল পর্যায়ে স্নাতক (পাস) ডিগ্রিধারী ইংরেজি বিষয়ের শিক্ষকগণ। স্কুলশিক্ষকদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত ইংরেজি বিষয়ে শিক্ষকতার অভিজ্ঞতার প্রমাণপত্র আবেদনের সাথে জমা দিতে হবে। সিজিপিএ ২.৫০ অথবা ট্রাডিশনাল সিস্টেমে ২য় শ্রেণি থাকতে হবে।

# ইংরেজি বিষয়ে শিক্ষক হিসেবে কর্মরতদের ক্ষেত্রে স্নাতক পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

*পিজিডি ইন ইএলটি ভর্তির যোগ্যতা—

i. স্কুল/হাইস্কুল পর্যায়ে ইংরেজি বিষয়ের শিক্ষকেরা। স্নাতক (পাস) ডিগ্রিধারী স্কুলশিক্ষকদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত ইংরেজি বিষয়ে শিক্ষকতার অভিজ্ঞতার প্রমাণপত্র জমা দিতে হবে।

ii. স্নাতক পাস ডিগ্রি।

iii. ইংরেজি ব্যতীত অন্য যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি।

iv. ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি।

*ii. ও iii. নং ক্রমিকের ক্ষেত্রে স্নাতক পর্যায়ে সিজিপিএ ২.৫০ অথবা সনাতন পদ্ধতিতে ২য় শ্রেণি থাকতে হবে এবং i. ও iv. নং ক্রমিকের ইংরেজি বিষয়ে শিক্ষক হিসেবে কর্মরতদের ক্ষেত্রে স্নাতক পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

*৬ মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স (জানুয়ারি-জুন)

ক. সার্টিফিকেট কোর্স ইন ইংলিশ

(লেভেল-১, লেভেল-২)

খ. সার্টিফিকেট কোর্স ইন ফ্রেঞ্চ

(লেভেল-১, লেভেল-২)

গ. সার্টিফিকেট কোর্স ইন জার্মান

(লেভেল-১, লেভেল-২)

ঘ. সার্টিফিকেট কোর্স ইন জাপানিজ

(লেভেল-১, লেভেল-২)

ঙ. সার্টিফিকেট কোর্স ইন চায়নিজ

(লেভেল-১, লেভেল-২)

চ. সার্টিফিকেট কোর্স ইন কোরিয়ান

(লেভেল-১, লেভেল-২)

ছ. ইংলিশ ফর নার্সেস

ভর্তির যোগ্যতা: এইচএসসি (সমমান) পাস।

*সব প্রোগ্রামের আবেদন ফরম বিতরণ ও জমা: ৫/১২/২০২৪ পর্যন্ত চলবে।

*ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ০৬/১২/২০২৪ শুক্রবার, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনের ২৩১ নং কক্ষে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।

*৬ মাস মেয়াদি সার্টিফিকেট কোর্সে ভর্তির আবেদন ও ফরম বিতরণের তারিখ: ০৫/১২/২০২৪ তারিখ পর্যন্ত। বিস্তারিত তথ৵ জানতে ওয়েবসাইট