রাজধানীর অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে বাংলা ও ইংরেজি মাধ্যমে তৃতীয় শ্রেণিতে ভর্তির আবেদনপত্র সংগ্রহ শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে আগামী ১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত অফিস চলাকালে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের অভিভাকেরা আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। সেন্ট যোজেফ স্কুলের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তিসংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
২০২৪ সালে দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে বয়স সাড়ে ৭ থেকে সাড়ে ৮ বছরের মধ্যে হতে হবে। বিদেশি পাঠ্যক্রমের ক্ষেত্রে ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমের শিক্ষার্থীরা (জুলাই থেকে জুন সেশন) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত হতে হবে। এ ক্ষেত্রে বয়সসীমা একই থাকবে।
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের অফেরতযোগ্য ৮০০ টাকা দিতে হবে। ২০২৪ সালের দ্বিতীয় শ্রেণির অগ্রগতি প্রতিবেদন বা টিউশন ফি রসিদ দেখাতে হবে এবং আবেদন জমা দেওয়ার সময় সঙ্গে এটি সংযুক্ত করতে হবে।
আবেদন ফরম অবশ্যই সঠিক ও বৈধ তথ্য দিয়ে পূরণ করতে হবে। ফরমে মা–বাবার স্বাক্ষর থাকতে হবে। একজন প্রশাসনিক কর্মকর্তার সামনে যাচাইয়ের জন্য শিক্ষার্থীকে অবশ্যই ফরম জমা দিতে হবে। ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে এবং ফর্মের ওপর পাসপোর্ট সাইজের সাম্প্রতিক দুটি ছবি আঠা দিয়ে লাগাতে হবে। অগ্রগতি প্রতিবেদন ও দ্বিতীয় শ্রেণি ২০২৪-এর টিউশন ফির রসিদ এবং যাচাইকৃত জন্মসনদের একটি অনুলিপি জমা দিতে হবে।
বলপয়েন্ট কলম, পেনসিল, রাবার, স্মার্ট ওয়াচ বা ডিভাইস অনুমোদিত নয়। যাচাইয়ের পর যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র প্রকাশ করা হবে।
লিখিত ভর্তি মূল্যায়ন কার্যক্রমের সম্ভাব্য তারিখ ৮ নভেম্বর (শুক্রবার)। ভর্তি মূল্যায়ন সকাল সাড়ে আটটায় শুরু হবে। দেড় ঘণ্টা চলবে এই মূল্যায়ন।
বাংলা, ইংরেজি, গণিত (দ্বিতীয় শ্রেণির মান)