প্রকৌশল গুচ্ছের ওরিয়েন্টেশন ২৭ অক্টোবর, ক্লাস পরদিন

প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্নাতক প্রথম বর্ষের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হতে পারে ২৭ অক্টোবর।

প্রাথমিকভাবে ২৭ অক্টোবর ওরিয়েন্টেশনের তারিখ নির্ধারণ করা হয়েছে বলে প্রথম আলোকে জানিয়েছেন সমন্বিত ভর্তি কমিটির সভাপতি চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক সুদীপ কুমার পাল। তিনি বলেন, ‘আমরা তিন বিশ্ববিদ্যালয় কথা বলে প্রাথমিকভাবে ২৭ অক্টোবর স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। সবকিছু ঠিকঠাক থাকলে ২৮ অক্টোবর থেকেই তাদের ক্লাস শুরু হবে। এর আগে ২৫ ও ২৬ অক্টোবর তাদের আবাসিক হল বরাদ্দের তালিকা প্রকাশ করা হবে।’

গত ৩ মার্চ প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফল প্রকাশ করা হয় ৯ মার্চ। ২৮ এপ্রিল শুরু হয়ে চার দফায় ভর্তি শেষে ভর্তি কার্যক্রম শেষ হয় গত ১১ সেপ্টেম্বর। গত ৩১ জুলাই নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হওয়ার কথা ছিল। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় তখন ওরিয়েন্টেশন স্থগিত করা হয়।

এখন আর বিলম্ব হওয়ার সুযোগ নেই। প্রাথমিকভাবে নির্ধারণ করা তারিখেই ক্লাস শুরু হবে
সুদীপ কুমার পাল, সভাপতি, ভর্তি কমিটি

প্রাথমিকভাবে ওরিয়েন্টেশনের তারিখ নির্ধারণ করা হলেও এখনো চূড়ান্তভাবে তা ঘোষণা না করায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন উপায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নবীন শিক্ষার্থীরা।

চুয়েটের যন্ত্রকৌশল বিভাগে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থী নাফিউর রহমান ইউলাদ প্রথম আলোকে বলেন, ‘চুয়েট-কুয়েট-রুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে ৯ মার্চে। ফল প্রকাশের দিন থেকে প্রায় সাত মাস পার হয়ে গেলেও এখনো ওরিয়েন্টেশনের তারিখ ঘোষণা করা হয়নি। যেখানে অন্য অনেক বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের ক্লাস শুরু করে দিয়েছে, এমনকি অনেকের এক সেমিস্টার পর্যন্ত শেষ, সেখানে আমরা এখনো ঘরে বসে অপেক্ষার প্রহর গুনতেছি। আমাদের ইতিমধ্যে প্রায় এক বছরের মতো সময় হারিয়ে গেছে। ৩১ জুলাই ওরিয়েন্টেশন হবে জানার পরে আমরা অনেকে মেস বা বাসা ভাড়া নিয়েছিলাম। এখন পর্যন্ত ক্লাস শুরু না হওয়ায় শুধু শুধু আমাদের ভাড়া দিতে হচ্ছে। তাই ভর্তি কমিটির প্রতি আমাদের অনুরোধ, যাতে দ্রুত ওনারা আমাদের ক্লাস শুরুর ব্যাপারে সিদ্ধান্ত নেন।’

এত দীর্ঘ সময়েও ক্লাস শুরু করতে না পারার কারণ সম্পর্কে জানতে চাইলে ভর্তি কমিটির সভাপতি সুদীপ কুমার পাল প্রথম আলোকে বলেন, পেনশন স্কিম ঘিরে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের কর্মবিরতি এবং কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হওয়া ছাত্র-জনতার আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল বলে ঠিক সময়ে ভর্তিপ্রক্রিয়া শেষ করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়গুলো খোলার পরে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় সংস্কারের বিভিন্ন দাবি ছিল। সে বিষয়গুলো সমাধানের পাশাপাশি নবীন শিক্ষার্থীদের আগের ব্যাচের (২০২২-২৩ শিক্ষাবর্ষের) শিক্ষার্থীদের তখনো প্রথম বর্ষের ক্লাস শেষ না হওয়ায় আমরা তাদের ক্লাস শুরু করতে পারিনি। তবে এখন আর বিলম্ব হওয়ার সুযোগ নেই। প্রাথমিকভাবে নির্ধারণ করা তারিখেই ক্লাস শুরু হবে।

উল্লেখ্য, এ বছর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ৯৩১টি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ১ হাজার ৬৫টি এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১ হাজার ২৩৫টি আসন রয়েছে।