ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে মুক্তিযোদ্ধা কোটায় শুধু সন্তানেরা সুযোগ পাবেন। নাতি-নাতনিরা এই কোটায় বিবেচিত হবেন না। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শাসম উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আগের ভর্তি বিজ্ঞপ্তির সংশোধনী হিসেবে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২৪-২৫ শিক্ষাবর্ষ হতে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় শুধু মুক্তিযোদ্ধার সন্তানেরা সুযোগ পাবেন। মুক্তিযোদ্ধার নাতি-নাতনি এই কোটায় বিবেচিত হবেন না। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১ ফেব্রুয়ারির পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ভর্তির আবেদন গ্রহণের সময়সীমা ২৫ নভেম্বরের পরিবর্তে ২৭ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বর্ধিত করা হয়েছে।’
ভর্তিসংক্রান্ত অন্য নিয়ম বা শর্ত অপরিবর্তিত থাকবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। নোটিশ ট্যাবে ক্লিক করে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
এদিকে গতকাল সোমবার দুপুর পর্যন্ত সব ইউনিট মিলে মোট আবেদন পড়েছে ৩ লাখ ৬ হাজারের বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান সোমবার দুপুরে প্রথম আলোকে বলেন, গতবারের চেয়ে এবার আবেদন বেশি পড়েছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে বিজ্ঞান ইউনিটে। মোট ১ লাখ ৩৫ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১ লাখ ১৬ হাজার আবেদন ও ব্যবসায় শিক্ষা ইউনিটে ৩৫ হাজারের মতো আবেদন জমা পড়েছে।
গতবারের চেয়ে এবার আবেদন (২৫ নভেম্বর দুপুর পর্যন্ত) বেশি পড়েছে। আরও দুদিন সময় আছে। আবেদন করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
এবার ৬ হাজার ১০ আসনে শিক্ষার্থী ভর্তি নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট, চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ও আইবিএ ইউনিটের ভর্তিতে আবেদন করছেন শিক্ষার্থীরা। সব ইউনিটের পরীক্ষা (আইবিএ ছাড়া) শুরু হবে বেলা ১১টায়। পরীক্ষা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। আইবিএর ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। আবেদনের যোগ্যতাসহ ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে প্রদত্ত সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় উল্লেখ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনের জন্য এ লিংকে ঢু মারতে হবে শিক্ষার্থীদের। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৪ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে যাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করবেন, কেবল তাঁরাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। সে হিসেবে দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে না।
আবেদন ফি ১০৫০ (এক হাজার পঞ্চাশ) টাকা এবং আইবিএ ইউনিটের আবেদন ফি ১৫০০ (এক হাজার পাঁচ শত) টাকা। চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী) যেকোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ফিন্যান্সিয়াল সেবা ব্যবহার করে শিক্ষার্থীদের আবেদন ফি জমা দিতে হবে। ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হবে।
১. কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ২৫ জানুয়ারি
২. বিজ্ঞান ইউনিট: ১ ফেব্রুয়ারি
৩. ব্যবসায় শিক্ষা ইউনিট: ৮ ফেব্রুয়ারি
৪. চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন): ৪ জানুয়ারি
৫. আইবিএ ইউনিট: ৩ জানুয়ারি।
১. লগইন
লগইন করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে-মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের রোল, শিক্ষা বোর্ড।
২. বিস্তারিত
প্রশ্ন ও উত্তরপত্রের ভাষা (যে ভাষায় পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থী)
বর্তমান ঠিকানা
মুঠোফোন নম্বর, ই-মেইল (অবশ্যই ব্যক্তিগত)
পিতামাতার জাতীয় পরিচয়পত্র নম্বর (ঐচ্ছিক) ও পেশা
কোটা (বিস্তারিত ভর্তি নির্দেশনায়)
যে বিভাগে পরীক্ষা দিতে ইচ্ছুক।
৩. ছবি
প্রস্থ ৩৬০-৫৪০ পিক্সেল
উচ্চতা ৫৪০-৭২০ পিক্সেল
সাইজ: ৩০-২০০ কেবি
টাইপ: .jpg or .jpeg
৪. পাসওয়ার্ড
টেলিটক, বাংলালিংক, রবি ও এয়ারটেলের মুঠোফোন থেকে খুদে বার্তা (এসএমএস) করা যাবে।
এ ক্ষেত্রে অবশ্যই আবেদনকারীর ব্যক্তিগত মুঠোফোন নম্বর ব্যবহার করতে হবে।
৫. ফি প্রদান
শেষে আবেদন ফি জমা দিতে হবে। মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট/ক্রেডিট কার্ড দিয়ে ফি জমা দেওয়া যাবে। সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংকের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে।