২০২২-২৩ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা চলছে। আগামীকাল সোমবার সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করেছে ভর্তি কমিটি। ভর্তি–ইচ্ছুকরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আসনবিন্যাস দেখতে পাবেন।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ মে সকাল ও বিকেলে এবং ২৩ মে সকাল ও বিকেল শিফটে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। সকালের শিফটের পরীক্ষা শুরু হবে সকাল পৌনে ১০টা থেকে। আর বিকেলের শিফটের পরীক্ষা বেলা ২টা ১৫ মিনিট থেকে শুরু হবে।
এর আগে গত ১৬ মে ও ১৭ মে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এরপর ১৮ ও ১৯ মে কলা এবং মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০ মে ও আজ ২১ মে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
২৪ মে ‘বি-১’ উপইউনিটের (কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত নাট্যকলা বিভাগ, চারুকলা ইনস্টিটিউট ও সংগীত বিভাগ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ২৫ মে ‘ডি-১’ উপইউনিটের (শিক্ষা অনুষদভুক্ত ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ডি ইউনিটের সিট প্ল্যান দেখুন এখানে–১