বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব এডুকেশন পরিচালিত ব্যাচেলর অব মাদরাসা এডুকেশন (বিএমএড) প্রোগ্রামে ২০২৫ শিক্ষাবর্ষে (ব্যাচ-২০২৫) ভর্তিতে আবেদনপ্রক্রিয়া চলছে। আবেদন ফি ৭০০ টাকা। ব্যাচেলর অব মাদরাসা এডুকেশন (বিএমএড) প্রোগ্রামে ভর্তির জন্য https://osapsnew.bou.ac.bd-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ফাজিল/ফাজিল সমমানের ডিগ্রি।
অথবা
সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ‘আল-কুরআন ও তাজবিদ’/‘আল হাদিস’/আরবি’/‘আকাইদ ও ফিকহ’ বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি।
অথবা
ন্যূনতম ফাজিল ডিগ্রিসহ সরকারি/সরকার অনুমোদিত মাদরাসা/স্কুলের শিক্ষক।
আবেদনের করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ও মৌখিক পরীক্ষা আগামী বছরের ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
অনলাইনে প্রবেশপত্র প্রাপ্তির তারিখ: ১৫ জানুয়ারি তারিখ থেকে মৌখিক পরীক্ষার আগপর্যন্ত প্রবেশপত্র মিলবে। বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.bou.ac.bd