বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে স্নাতক (সম্মান) শ্রেণিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আবেদনের সময় ৭ দিন বাড়ল। বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনের সুবিধার্থে ভর্তির আবেদনের সময় আগামীককাল শনিবার (৭ ডিসেম্বর ২০২৪) পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আবেদন ফি ৮০০ টাকা। ভর্তি পরীক্ষা পাঁচটি (ঢাকা, চট্টগ্রাম, রংপুর, খুলনা ও রাজশাহী) কেন্দ্রে একসঙ্গে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা ২০–২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
যেসব শিক্ষার্থী ২০২১ অথবা ২০২২ সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় এবং ২০২৩ অথবা ২০২৪ সালের উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সেসব শিক্ষার্থীই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
ফ্যাকাল্টিসমূহ: ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স অ্যান্ড পলিসি, ফ্যাকাল্টি অব শিপিং অ্যাডমিনিস্ট্রেশন, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি।
*অনলাইনে আবেদনের সময়সীমা: ৭ ডিসেম্বর ২০২৪, রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত।
*যোগ্য পরীক্ষার্থীদের তালিকা: ১১ ডিসেম্বর ২০২৪
*প্রবেশপত্র তোলার সময়: ১৫ থেকে ১৯ ডিসেম্বর ২০২৪
*ভর্তি পরীক্ষা ২০-২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
*ক্লাস শুরুর সম্ভাব্য সময়: এপ্রিল ২০২৫
* ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স অ্যান্ড পলিসি: ২০ ডিসেম্বর, সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট
* ফ্যাকাল্টি অব শিপিং অ্যাডমিনিস্ট্রেশন: ২০ ডিসেম্বর, বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা
* ফ্যাকাল্টি অব আর্থ অ্যান্ড ওশান সায়েন্স: ২১ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট
* ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি: ২১ ডিসেম্বর বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা
আরও বিস্তারিত তথ্য পেতে ওয়েবসাইট: bsmrmu.edu.bd