শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বীজ প্রযুক্তিতে মাস্টার্স

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বীজ প্রযুক্তিতে (সিড টেকনোলজি) মাস্টার্সে ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। এ বিষয়ে ভর্তির সুযোগ পাবেন ২০ শিক্ষার্থী। জানুয়ারি–জুন ২০২৩ সেমিস্টারের জন্য আগ্রহী প্রার্থীদের ১০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের কৃষি বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি থাকা প্রার্থী এ কোর্সে ভর্তিতে আবেদন করতে পারবেন। তবে চাকরিজীবী বা বৃত্তিপ্রাপ্ত প্রার্থীর ক্ষেত্রে ভর্তির যোগ্যতা শিথিলযোগ্য। প্রার্থীকে আবেদন ফরমের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও মার্কশিটের সত্যায়িত ফটোকপিসহ সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের দেওয়া প্রশংসাপত্র ও তিন কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। চাকরিজীবী প্রার্থীকে নিয়োগদাতা প্রতিষ্ঠানের অনুমতিপত্র ও বৃত্তিপ্রাপ্ত প্রার্থীকে বৃত্তির নিশ্চয়তাপত্র দিতে হবে।

আগ্রহী প্রার্থীরা পরিচালক, ইনস্টিটিউট অব সিড টেকনোলজি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা থেকে ৫০০ টাকা ফি দিয়ে আবেদন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। এ ছাড়া পূরণ করা আবেদনপত্র ডাকযোগেও জমা দেওয়া যাবে।

কোর্স ফি
এমএসের এই কোর্সের ফি ৩০ হাজার টাকা অফিসে জমা দিতে হবে।
এ কোর্সের বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন