জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিএড ও এমএড প্রোগ্রাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে এক বছর মেয়াদি বিএড (প্রফেশনাল) ও এমএড প্রোগ্রামে স্প্রিং ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

ভর্তির যোগ্যতা

  • বিএড (প্রফেশনাল): প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/কলেজ থেকে স্নাতক/ডিগ্রি পাস হতে হবে। গ্রেডিং পদ্ধতিতে জিপিএ-২.৫০-এর কম প্রাপ্ত (মাধ্যমিক/সমমান) এবং পাস কোর্সের ক্ষেত্রে তৃতীয় শ্রেণি থাকলে গ্রহণযোগ্য হবে না। তবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষকতায় নিযুক্ত প্রার্থীদের ক্ষেত্রে বিষয়টি বিবেচনা করা হবে।

  • এমএড (প্রফেশনাল): বিএড (প্রফেশনাল) প্রোগ্রামে উল্লিখিত যোগ্যতাসহ প্রার্থীকে অবশ্যই বিএড ডিগ্রিধারী হতে হবে।

আবেদনপত্র জমার শেষ তারিখ—

৩০ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে ওয়েবসাইট থেকে ভর্তির আবেদনপত্র ডাউনলোড করতে হবে। আবেদনপত্র পূরণ করে সব সনদ ও নম্বরপত্রের সত্যায়িত কপি স্ক্যান করে office@ier.jnu.ac.bd ই-মেইলে পাঠাতে হবে।

লিখিত ভর্তি পরীক্ষার তারিখ—

  • বিএড: ৬-১২-২০২৪, বেলা ১১টা থেকে দুপুর ১২টা।

  • এমএড: ৬-১২-২০২৪, বেলা ৩: ৩০ থেকে বিকেল ৪: ৩০টা।

  • ভর্তির তারিখ: ১২-১২-২০২৪ থেকে ১৮-১২-২০২৪

  • বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: www.jnu.ac.bd