জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে এক বছর মেয়াদি বিএড (প্রফেশনাল) ও এমএড প্রোগ্রামে স্প্রিং ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
বিএড (প্রফেশনাল): প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/কলেজ থেকে স্নাতক/ডিগ্রি পাস হতে হবে। গ্রেডিং পদ্ধতিতে জিপিএ-২.৫০-এর কম প্রাপ্ত (মাধ্যমিক/সমমান) এবং পাস কোর্সের ক্ষেত্রে তৃতীয় শ্রেণি থাকলে গ্রহণযোগ্য হবে না। তবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষকতায় নিযুক্ত প্রার্থীদের ক্ষেত্রে বিষয়টি বিবেচনা করা হবে।
এমএড (প্রফেশনাল): বিএড (প্রফেশনাল) প্রোগ্রামে উল্লিখিত যোগ্যতাসহ প্রার্থীকে অবশ্যই বিএড ডিগ্রিধারী হতে হবে।
৩০ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে ওয়েবসাইট থেকে ভর্তির আবেদনপত্র ডাউনলোড করতে হবে। আবেদনপত্র পূরণ করে সব সনদ ও নম্বরপত্রের সত্যায়িত কপি স্ক্যান করে office@ier.jnu.ac.bd ই-মেইলে পাঠাতে হবে।
বিএড: ৬-১২-২০২৪, বেলা ১১টা থেকে দুপুর ১২টা।
এমএড: ৬-১২-২০২৪, বেলা ৩: ৩০ থেকে বিকেল ৪: ৩০টা।
ভর্তির তারিখ: ১২-১২-২০২৪ থেকে ১৮-১২-২০২৪
বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: www.jnu.ac.bd